ব্লগ সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিলনা। মাঝে একবার এতে ঢু মেরেছিলাম। তখন মনে হয়েছে সময় নষ্ট করা ছাড়া এর কোন ভূমিকা নেই। এখন মনে হচ্ছে বুঝিনাই বলেই এমন মনে হয়েছিল। এক বন্ধুর কাছে এই ব্লগের কথা শুনলাম।
তারপর ভাবলাম দেখি কি জিনিস।
আগে ফেসবুক এ সময় নষ্ট করতাম। আর এখন এই ব্লগের প্রেমে মজে গেছি। আসলে এটা যে এত কাজের জিনিস তা কল্পনাতেও ছিলনা। নিত্য নতুন পোস্ট থেকে প্রতিদিন অনেক কিছু শিখছি।
ব্লগার ভাই-বোনদেরও অনেক ধন্যবাদ তাদের সুন্দর সুন্দর বিভিন্ন বিষয়ে কাজের পোস্ট দেওয়ার জন্য।
এখন আমার কাছে এই ব্লগটাকে জীবনের সেরা একটা বন্ধু বলে মনে হচ্ছে। ভাল ভাল অনেক কিছু কি সহজেই না এখান থেকে শিখতে পারছি !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।