প্রতিবছরই তো সারা পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ranking প্রকাশিত করা হয়। কিন্তু কোনখানেই বাংলাদেশী কোন বিশ্ববিদ্যালয়কে সেরা ১০০ দূরের কথা সেরা ১০০০ এর মধ্যেও দেখতে পেলাম না....!!অন্তঃতপক্ষে BUET এর তো থাকার কথা....... অপরদিকে পার্শ্ববর্তীদেশ ভারতের IIT,mumbai এবং IIT,bangalore(indian institute of technology) সেরা ১৫০ এর ভিতর রয়েছে।তাছাড়া সেরা পাঁচশ এর ভিতরে ভারতের আরো কিছু বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।অন্যান্য বিশ্ববিদ্যালয় বাদই দিলাম অথচ আমাদের সেরা বিশ্ববিদ্যালয় buet সেরা ১০০০ এ স্থান করে নিতে পারল না.........!কিন্তু এই বুয়েটের জন্য আমরা কত প্রতিযোগীতাই না করি.... আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যে বর্হিবিশ্বের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে তার প্রমান হলো এটা।আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। আর BUET এবং DHAKA UNIVERSITY কততম স্থানে রয়েছে জানলে দয়া করে জানাবেন......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।