Sometimes people deserve to have their faith rewarded. ক্লাব ঃ ফ্যান পেজ এর সবচেয়ে বেশি ফ্যান সংখ্যা অনুসারে দেয়া হল - বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেষ্টার ইউনাইটেড এসি মিলান চেলসি আর্সেনাল লিভারপুল বায়ার্ন মিউনিখ জুভেন্টাস ম্যানচেষ্টার সিটি ইন্টার মিলান ফুটবলার ঃ এতেও ফ্যান পেজ এর বেশি মেম্বার সংখ্যা অনুসারেই দেয়া হল। সবার টা দেয়া সম্ভব না বিধায় যেই সব প্লেয়ার ফেসবুক ব্যবহার করেন বেশি এবং যারা বেশি জনপ্রিয়, শুধু মাত্র তাদের টাই দেয়া হল- ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি ডেভিড বেকহ্যাম রিকার্ডো কাকা আন্দ্রেস ইনিয়েস্তা ফার্নান্দো তোরেস ওয়েইন রুনি স্টিভেন জেরার্ড ডেভিড ভিয়া সেস ফাব্রেগাস মেসুত ওজিল নেইমার দিদিয়ের দ্রগবা জেরার্ড পিকে রবিন ভ্যান পার্সি জাভিয়ের চিচারিতো হার্নান্দেজ আলেসান্দ্রো ডেল পিয়েরো রোনালদিনহো ডিয়াগো ফোরলান কারিম বেনজেমা সামির নাসরি জাভি হার্নান্দেজ রোনাল্ডো রিও ফার্দিনান্দ টমাস মুলার ১ মিলিয়ন এর উপর যাদের ফ্যান সংখ্যা আছে তাদের প্রায় সবার টাই দেয়ার চেষ্টা করেছি। কেউ কেউ হয়ত বাদ পরতে পারে । আপনাদের যদি অন্য কোনো ফুটবলার এর ফ্যান পেজ দরকার হয়, তাহলে বলবেন, ইনশাল্লাহ দেয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।