আমাদের কথা খুঁজে নিন

   

নামকরা ওয়েবসাইট হঠাত্ বন্ধ কেন?

উন্নত প্রযুক্তি, অতিরিক্ত নিরাপত্তা, দক্ষ প্রকৌশলী থাকা স্বত্বেও সম্প্রতি বিশ্বের নামকরা বেশ কয়েকটি সাইটকে অফলাইনে যেতে হয়েছে। নিউইয়র্ক টাইমস, মাইক্রোসফটের আউটলুক, গুগল সার্ভিসের পর এবার আমাজনকেও কিছু সময়ের জন্য অফ লাইনে যেতে হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে নামকরা এসব সাইটকে হঠাত্ অফলাইনে যেতে হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর সরাসরি কোনো প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়নি।
বিবিসি সম্প্রতি এক খবরে জানিয়েছে, সম্প্রতি আধা ঘণ্টার বেশি সময় ধরে অচল হয়ে পড়েছিল অনলাইন ভিত্তিক কেনাকাটার ওয়েবসাইট আমাজন ডটকম। ঠিক কী কারণে এভাবে আমাজনকে অফলাইনে যেতে হয়েছে তার কোনো কারণ ব্যাখা করেনি প্রতিষ্ঠানটি।


১৯ আগস্ট ইনটেলের সাইটের সাপোর্ট বিভাগটি কিছুক্ষণের জন্য ওয়েব ভিজিটরদের কাছ থেকে অফ লাইনে চলে যায়। ইনটেলের মুখপাত্রের ভাষ্য, অভ্যন্তরীণ কারণে ইনটেলের সাইটে সমস্যা তৈরি হয়েছিল। কাকতালীয় বিষয় যে ইনটেলের পর আমাজনকেও একই সমস্যায় পড়তে হয়েছে।
এর আগে ১৬ আগস্ট গুগলের সেবাগুলো দুই মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। জিমেইল, ইউটিউব, গুগল সার্চ, গুগল ড্রাইভ ব্যবহার থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন গুগল ব্যবহারকারীরা।

হঠাত্ গুগলের এ অন্তর্ধান রহস্য নিয়ে মুখ খোলেনি প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা। তবে, প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান গোস্কেয়ারড জানিয়েছে, মোট ইন্টারনেট ব্রাউজকারীর ৪০ শতাংশ হঠাত্ করে কমে গিয়েছিল ওই সময়। অর্থাত্, ইন্টারনেটের ৪০ শতাংশই গুগল। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.