আল্লাহর গজবের ভয় করছি !! প্রযুক্তি নিয়ে বাংলা ব্লগ
তাশফিয়াদের স্কুল ব্যাচ পুনর্মিলনীর কিছু ভিডিও ইউটিউবে রেখেছে তার এক বন্ধু। ইউটিউবে ঢুকে ভিডিওগুলো দেখলেও সেগুলো তার ল্যাপটপে নামাতে পারছে না সে। কারণ, ডাউনলোড করা যাচ্ছে না। কী করবে ভেবে না পেয়ে গুগলে বাংলায় লিখে সার্চ করা শুরু করল সে। গুগলের অনুসন্ধানে বের হয়ে আসা কিছু ওয়েবসাইট থেকে টেকটিউনস সাইটের একটি পোস্টে সে ক্লিক করল।
ল্যাপটপে কোনো ডাউনলোড সফটওয়্যার না থাকলেও টেকটিউনসের সেই পোস্টটি পড়ে মুহূর্তেই সে নিজে নিজেই করে ফেলল ভিডিও নামানোর কাজটা।
টেকটিউনসে লেখা পোস্টটি বাংলায় হওয়ায় তার বুঝতে কোনোই সমস্যা হলো না। ব্যবহারকারীরা এ রকম অনেক প্রযুক্তিগত সমস্যায় পড়ে প্রায়ই। এসবের সমাধানও আছে ইন্টারনেটে। তবে বাংলায় খুব সহজেই এসব সমস্যার সমাধান দিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে টেকটিউনসের মতো বাংলা কারিগরি ব্লগসাইটগুলো।
শুধু সমস্যার সমাধান নয়, প্রযুক্তিকে সহজে মানুষের কাছে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তির বিভিন্ন লেখা নিয়ে তৈরি এসব সাইট দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে।
২০০৮ সালে তথ্যপ্রযুক্তি-বিষয়ক বাংলা ব্লগ টেকটিউনস (http://www.techtunes.com.bd) প্রকাশিত হয় ইন্টারনেটে। এতে কম্পিউটার, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি নিয়ে লেখা যায়। এতে লেখার জন্য কম্পিউটারে কোনো ফন্ট নামানোর বা সেটিংসেরও প্রয়োজন হয় না। টেকটিউনসে যাঁরা লেখেন, তাঁদের বলা হয় টেকটিউনার আর টিউনারদের ব্লগগুলোকে বলা হয় টিউনস।
অ্যালেক্সার তথ্য অনুযায়ী, বাংলাদেশে এটি দশম স্থানে রয়েছে। এ পর্যন্ত এতে নিবন্ধিত হয়েছেন ৫০ হাজারেরও বেশি সদস্য।
২০০৯ সালে চালু হয় বিজ্ঞান প্রযুক্তি নামে বাংলা ব্লগ http://www.bigganprojukti.com সাইটটি। বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিচর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতেই এটি প্রকাশ করা হয়েছে। সাইটটিতে নিবন্ধনের মাধ্যমে যে কেউ বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন লেখা লিখতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক বর্তমান সময়ের আরেকটি জনপ্রিয় বাংলা ব্লগ হলো প্রিয় (tech.priyo.com)। সাইটটির বিশেষত্ব হচ্ছে, এখানে নিবন্ধন করে কেউ লেখা দিলেসহজেই তা প্রকাশিত হয় না। লেখার মান ও বিষয় অবশ্যই খুব ভালো হতে হয়।
শুধু তথ্যপ্রযুক্তি নয়, জীবপ্রযুক্তি, মহাকাশসহ বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আরেকটি চমৎকার বাংলা ব্লগ বিজ্ঞানী ডট কম (http://www.biggani.com)।
এ ছাড়া প্রযুক্তিবিষয়ক অনলাইন পত্রিকা টেকজুম২৪-এ (http://www.techzoom24.com) তথ্যপ্রযুক্তির সর্বশেষ খবরাখবর এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিভিন্ন লেখা পাওয়া যাবে।
আরেকটি বাংলা ব্লগ টিউনার পেজ http://www.tunerpage.com। গত বছর চালু হয়েছে এটি। নিবন্ধিত ব্লগারের সংখ্যা ১৫ হাজারের বেশি।
কম্পিউটার ও ইন্টারনেটের বিভিন্ন টিপস, বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল, মুক্ত সফটওয়্যার ও বিভিন্ন পিসি টুলস এবং অ্যাপ্লিকেশন, তথ্যপ্রযুক্তি জগতের নিত্যনতুন খবরাখবর ইত্যাদি নিয়ে রয়েছে বাংলা ব্লগ পিসিহেল্পলাইনবিডি (http://www.pchelplinebd.com)।
স্বপ্নযাত্রা ব্লগে (http://www.sopnojatra.co.nr) পাওয়া যাবে কম্পিউটার ইন্টারনেট ও প্রযুক্তিবিষয়ক অনেক লেখা।
প্রযুক্তিবিষয়ক এ রকম আরও উল্লেখযোগ্য কয়েকটি ব্লগসাইট হলো
http://www.techtweets.com.bd, http://www.techmasterblog.com, http://www.drooti.com
http://www.techkotha.com, http://www.techspate.com
http://www.tutorialbd.com/bn, http://www.comillait.com।
প্রায় প্রতিটি ব্লগে বিষয়ভিত্তিক বিভিন্ন বিভাগ রয়েছে। তাই প্রযুক্তির যেকোনো বিষয়ে ব্লগ লিখতে পারবেন।
সুত্রঃ প্রথম আলো
লিঙ্কঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।