আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফ চাচ্চু নোবেল দিতেসে... মোর নোবেল পাওয়ার শখ জাগসে (^_^) সাহারা আফারেও নুবেল দেয়ার দাবী জানায় রাখলাম কিন্তু!

আমার হাতের লেখা হল কাকের ঠ্যাং বকের ঠ্যাং! কম্পিউটার এ লিখলে এই একটা সুবিধা পাই। আসল লেখা কেউ দেখতে পারে না চাইলেও। নেটে বসি নির্মল বিনোদনের জন্য। ইদানীং দেশী শাসক পার্টি আর অ্যানটি পার্টির কিছু "সম্মানিত" মানুষের কথাবার্তা শুনে বড়ই বিনোদন পাইতেসি। সাহারা খালাম্মা ওইদিন বললেন "স্বরাষ্ট্র মন্ত্রি হিসাবে আমি অবশ্যই সফল।

" জী, আমিও একমত... আপনি সফল, কিন্তু দেশের মানুষকে নিরাপত্তা বিধানে নয়, অস্থির কিছু কমেডি দেখানোর জন্য। ফেসবুক নামক জিনিসটা আপনি ইউজ করতে পারেন নাকি জানি না। বাজি ধরতেসি যে পারেন না, পারলে দেখতেন, ছোট খাটো আবগাব পেজ থেকে শুরু করে বড় বড় ব্লগাররাও নিজেদের কৌতুকে আপনাকে "নায়িকা" হিসাবে ব্যাবহার করছে। সেইসব কৌতুক আবার মুহূর্তের মধ্যে কপি পেস্ট হয়ে ছড়িয়ে যাচ্ছে পুরা দুনিয়ায়। আপনার কারনেই আমরা পেয়েছি এক ঐতিহাসিক নারী কৌতুক অভিনেত্রী... জী, আপনি অবশ্যই সফল।

এবার আসি আমাদের অর্থ মন্ত্রির কথায়। জী, আপনিও সফল। শেয়ার বাজার বুড়িগঙ্গার কালা পানিতে ডুইব্বা হারায় গেল। কোন গিরিখাদের তলে গিয়া পড়ল তা আমার চেয়ে আপনিই ভাল জানেন। দেশের এতগুলো মানুষ পথে বসল।

আপনি কিন্তু গদি ছাড়লেন না। একটি প্রতিষ্ঠানের অবস্থা এত বাজে করার দায় নিয়ে পদত্যাগ করলেন না ভাল কথা। আমাদের নোংরা পলিটিক্স এর দেশে আমি এটা আশা করেছি বললে ভুল বলা হবে। আমরা এত ভাল মানুষ না। সোহেল তাজ এর মতন দুই-একজন ভাল মানুষ হয়তো আছেন, কিন্তু তাদেরকেও ভাল থাকতে দেয়া হবে না।

তিনি "ছেড়ে দে মা কাইন্দা বাচি" বলে যখন পদত্যাগ করে বাংলাদেশ নামক দোযখ থেকে পালাতে চেয়েছিলেন সব ছেড়ে ছুড়ে, তখন আপনারা তাকে তাও করতে দিলেন না। দেশে কত মানুষ টাকার অভাবে খেতে পারে না, কত শিক্ষিত বেকার ঘুরে বেরাচ্ছে একটা ছোট চাকরির জন্য... চাকরীটা পেলে মাস শেষে হয়তো বাকি পরে থাকা বাড়িভাড়া শোধ করা যেত, বাড়িতে শয্যাশায়ী মায়ের জন্য কিছু ওষুধ কিনে পাঠানো যেত। আর সোহেল তাজ কিনা চাকরি ছাড়ার পরও বেতনের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। কি ধনী দেশেই না থাকি আমরা! মানুষ বলে টাকা লাগবে না আমার... আর সবাই উঠে পড়ে লেগে থাকে তারে বেতন দেয়ার জন্য। ভাগতেও দেই না বেচারাকে।

৩ নাম্বার প্যারা লিখতে গিয়ে নিজের মুখে হাসি চলে আসলো। নামটা যেরকম মজার... মানুষটির কাজ কারবারও সেইরকমই মজার। নামকরন এর সার্থকটা বলতে যা বুঝান হয় ঠিক তাই আরকি। জী ভাইসব, সাবেক যোগাযোগমন্ত্রি আবুলের কথাই বলা হচ্ছে। এই মামা কিন্তু একটা ব্যাপার চিন্তা করে খুশি থাকতে পারেন।

আপনি হইলেন দেশের সবচে বড় ভিআইপি। এক পদ্মা সেতু বানাইতে গিয়া পদ্মা অর্ধেক শুকায় গেল... মাগার সেতু আর হইল না! দুনিয়ার ব্যাংক (বিশ্ব ব্যাংক) এসে বলে গেল যে আপনার আর আপনার কিছু সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে দুর্নীতির প্রমান পাওয়ার কারণে তারা ঋণ প্রদান করবে না। আপনার দুর্নীতির প্রমাণও তারা দিয়ে গিয়েছে বলেই সুধীমহলে শুনি। মাগার আপনি এমনি বড় সেলেব্রিটি যে সরকার আপনারে টাটা বাই বাই না দিয়া দুনিয়ার ব্যাংকরেই দুনিয়ার বাইরে পাঠাইয়া দিল!! মারহাবা!!! মার হাবা!!! হাবারে মার!! সৈয়দ আশরাফ চাচা ওইদিন নেত্রীরে খুশি করতে গিয়া মনে হয় একটু বেশী বইলা ফালাইসেন। এত সুন্দর করে বইলা দিলেন "নোবেল কেমনে আসে আমাদের জানা আছে!" বাপরে বাপ!! জানা যখন আছেই তাইলে এক কাম করেন না, আপনাগর সকল সফল মইন্ত্রি আর তাগর সকল চ্যালার জন্যও কয়েকখান নুবেল নিয়া আসেন।

টাকা পয়সা লাগে নুবেল বাগাইতে? টাকা দিয়া ইউনুস নুবেল পাইসে? ভালা কথা... আপনাদের টাকার অভাব আসে বলে তো মনে হয় না। শেয়ার মার্কেট কেলেঙ্কারির টাকা দিয়া বেশ কয়েকটা নোবেল পাওয়া যাবে বলেই আশা করি। আর যতদূর মনে পড়ে... কিছুদিন আগে আপনার দলের লোকই চিৎকার করে গলা ফাটাচ্ছিল যে আপনাদের নেত্রী নাকি নোবেল পাওয়ার যোগ্য। বিশ্ব শান্তির মডেল দিয়ে তিনি নাকি সেই যোগ্যতা অর্জন করেছেন। শুনে ভালো লাগলো।

মাহাত্মা গান্ধীর মতন মহাপুরুষ যেখানে নোবেল পাননি... থাক, আর বললাম না। (যদিও গান্ধীর নোবেল না পাওয়াকে নোবেল কমিটি এর বিশাল ব্যার্থতা বলেই মনে করা হয়)। আপনারা কি জানেন একজন নোবেল লরিয়েটের সম্মান কতটুকু? তার দাম কত সেই ব্যাপারে আপনার বিন্দুমাত্র ধারণা থাকলে এইরকম নিম্ন মানসিকতার কথা বলতে আপনার মুখে বাধতো। আপনার দেশের পররাষ্ট্র মন্ত্রী মহাদয় যখন বিদেশ সফরে যান তখন সাধারন যাত্রীর মত করে তার ব্যাগ সার্চ করা হয়। আর ডঃ ইউনুস যখন বিদেশ সফর করেন তখন তিনি ওবামা এর সাথে বসে ডিনার করেন।

সম্মানিত মানুষকে সম্মান করতে শিখুন। কাদা ছুড়াছুড়ি নোংরা পলিটিক্স তো অনেক করলেন, নেত্রীর মনোরঞ্জনের পলিটিক্স না করে এবার একটু দেশের মানুষের জন্য পলিটিক্স করুন। বিবেকের কাছে দায়বদ্ধতা সৃষ্টি করুন। দেশ চালনার দায়িত্ব সহজ দায়িত্ব না। দেশের মানুষ বিশ্বাস করে আপনাদেরকে ক্ষমতায় এনেছে।

দেশের মানুষের বিশ্বাসের মর্যাদা রাখুন। পলিটিসিয়ান মানেই খারাপ লোক... এই ধারণা এখন পুরো দেশজুড়ে। আত্মসম্মানবোধ বলে যদি কিছু থেকে থাকে তাহলে নিজেদেরকে বদলান। মানুষ আপনাদের সাথে আছে, থাকবে... যদি আপনারা নিজেদের আঁখের গোটাবার কাজ রেখে মানুষের পাশে এসে দাঁড়ান। বি.দ্র.ঃ- আমি নতুন ব্লগার।

লেখা লেখির হাত খুব একটা পাকা না। তাই ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আশা করি। ভালো না লাগলে ভালো ভাষায় সমালোচনা করুন। কিছু মনে করবো না। হাসিমুখে আপনার মন্তব্য গ্রহন করবো।

আর লেখাটি ভাল লাগলে কপি পেস্ট শেয়ার যা ইচ্ছা করতে পারেন। তবে শেয়ার করলেই খুশি হব। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.