আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াস কি তবে জীবিত???

ইলিয়াস আলীর ব্যক্তিগত মোবাইল ফোন সচল হয়েছে এবং তা থেকে কল আসছে ও যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন নিখোঁজ বিএনপি নেতার এক নিকটাত্মীয় ও দুই ঘনিষ্ঠজন। গতকাল বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথ যুবদল ও ছাত্রদলের দুই নেতা দাবি করেছেন, ইলিয়াস আলীর মোবাইল ফোন থেকে কল এসেছে এবং একবার কল গিয়েছেও, কিন্তু কেউ তা ধরেননি। অন্যদিকে লন্ডনে বসবাসরত ইলিয়াস আলীর চাচাতো ভাইয়ের স্ত্রী বুধবার একই নম্বরে ফোন করলে একজন মহিলা ফোন ধরে জানতে চান, 'কাকে চাইছেন?' তারপর সেখানে অবস্থানরত বিএনপি নেতারাও বিষয়টি যাচাই করেন। এরপর বিএনপি নেতারাও কয়েকবার ইলিয়াস আলীর ফোন খোলা পান বলে বিচ্ছিন্নভাবে দাবি করা হচ্ছে।

তবে প্রত্যেকেই বলেছেন, ফোন খোলা পেলেও ইলিয়াস আলীর সঙ্গে কারোররই কথা হয়নি। নিখোঁজ ইলিয়াস আলীর মোবাইল ফোন সচল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল কালের কণ্ঠকে বলেন, 'বিষয়টি গণমাধ্যম থেকে জেনেছি। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি যাচাই করেছি। তবে ইলিয়াস আলীর পরিবার ও ঘনিষ্ঠজনরা আমাদের কিছু জানাননি। ' তিনি জানান, র‌্যাবের টিম নানাভাবে নিশ্চিত হয়েছে, নিখোঁজ ঘটনার পর থেকে কখনোই ইলিয়াস আলীর মোবাইলটি ব্যবহৃত হয়নি।

সে ক্ষেত্রে ওই নম্বর থেকে কিভাবে কল এসেছে তা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজা হচ্ছে। সিলেটের যুবদল ও ছাত্রদল নেতারা একটি মামলার পলাতক আসামি। সে ক্ষেত্রে তাঁরাও প্রশাসনের কাছে সহযোগিতার জন্য আসছেন না। আমাদের সিলেট অফিস জানায়, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ব্যক্তিগত মোবাইল ফোন গতকাল বৃহস্পতিবার সচল ছিল বলে দাবি করেছেন বিশ্বনাথের দুই ছাত্রনেতা। বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ কালের কণ্ঠকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে তিনি জানতে পারেন, ইলিয়াস আলীর মোবাইল সচল পেয়েছেন লন্ডনে তাঁর এক নিকটাত্মীয়।

এরপর গতকাল বৃহস্পতিবার ৩টা ৩৪ মিনিটে ইলিয়াস আলীর মোবাইল ফোন নম্বরে (০১৭৩২২৯৩৭৪৪) তিনি কল দেন এবং ফোনটি বন্ধ পান। এরপর ৪টা ৪৮ মিনিটে ইলিয়াস আলীর নম্বর থেকে তাঁর ফোন নম্বরে (০১৭১২৭৫১৭১৫) কল দেওয়া হয়। কিন্তু ওই সময় আবদুল লতিফ অন্য একটি ফোনে কথা বলছিলেন বলে কলটি ধরতে পারেননি। পরে তিনি ইলিয়াস আলীর নম্বরে কল করলেও তা বন্ধ পান। প্রায় অভিন্ন তথ্য দিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, সচল হওয়ার খবর পেয়ে গতকাল বিকেল ৫টা ২০ মিনিটে তিনি ইলিয়াস আলীর মোবাইল ফোনে নিজের ফোন (নম্বর ০১৭১৬২৫২৯৮৭) থেকে কল দেন।

অপর প্রান্তে ফোন বাজলেও কেউ ধরেননি। এদিকে যুক্তরাজ্য বিএনপির নেতা শরিফুজ্জামান তপনের বরাত দিয়ে গতকাল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, বুধবার বাংলাদেশ সময় রাত ৪টার দিকে লন্ডনে বসবাসরত ইলিয়াস আলীর চাচাতো ভাইয়ের স্ত্রী ইলিয়াস আলীর মুঠোফোন নম্বরে ফোন দেন। এরপর একজন মহিলা ফোন ধরে জানতে চান, 'কাকে চাইছেন?' তখন ইলিয়াস আলীকে ফোন দেওয়ার অনুরোধ করা হলে অন্য প্রান্ত থেকে 'ইলিয়াস আলী এখানে নেই' বলেই লাইন কেটে দেওয়া হয়। তপন বলেন, তখন ইলিয়াস আলীর ভাইয়ের স্ত্রী বিষয়টি যুক্তরাজ্য বিএনপি নেতাদের জানালে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক, ব্যারিস্টার আবদুস সালাম, শরিফুজ্জামান তপন, নাদির আহমদ, তৈমুছ মিয়া ও আবুল কালাম আজাদ এক হয়ে আবার ফোন করেন ইলিয়াস আলীর নম্বরে। তখন দুবার কল ঢোকার পর ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

গত ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন। ঘটনার পর পুলিশ তাঁদের প্রাইভেট কার উদ্ধারের সময় একটি মোবাইল ফোন খুঁজে পান। তা চালক আনসারের বলে শনাক্ত হয়েছে। তবে ইলিয়াস আলীর ব্যবহৃত মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়নি। তা ঘটনার পর থেকেই বন্ধ ছিল।

মোবাইল ফোন সচল পাওয়া গেলে ইলিয়াস আলী নিখোঁজ ঘটনার তদন্ত অনেকটা সহজ হবে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ, বাংলানিউজ২৪ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.