ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে বি এন পি হরতাল ডেকেছে হয়তো সরকারকে চাপ প্রয়োগ করার জন্য। তাই বলে নির্দোষ নিরাপরাধ মানুষ মারা কেন? মানুষ মারা আর গাড়ি ভাংচুর করা ছাড়া প্রতিবাদের কি আর কোন সুর নেই।
একটা গল্প মনে পরে গেলো, এক রাজা তার পেয়াদার সাথে শিকারে বের হলো ঘোড়াই চড়ে। পথের মধ্যে হঠাৎ আম গাছের ডালের সাথে ধাক্কা খেলো। সে তার সফর বাতিল করলো এবং রাজ দরবারে গিয়ে পন্ডিতকে বললো-কেন আমি আম গাছের সাথে ধাক্কা খেলাম এর কারন খুজেঁ বের করতে হবে নতুবা তোমার মৃত্যুদন্ড দেয়া হবে।
পন্ডিত তো বড় বিপদে পরে গেলো, কি করে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায় এই পথ খুজঁতে থকলো। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসলো সে রাজদরবারে গিয়ে রাজাকে বললো- রাজা মশাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যখন ঐ রাস্তা দিয়ে যান,তার কিছুক্ষন আগে কদম আলী নামে এক অপায়া ঐ রাস্তা দিয়ে গেছিল, ফলে আপনার এই হাল। রাজাতো রেগে আগুন ধরে নিয়ে এসো ওকে এবং মৃত্যুদন্ড কার্যকর কর। ধরে নিয়ে আসা হলো কদম আলীকে সে তো চিৎকার করতে থাকলে আমি গরিব কৃষক আমার উপর নির্ভর আমার পুরো পরিবার আমাকে দয়া করেন। রাজার হুকুম সে কি আর নড়চড় হয়।
মৃত্যুদন্ড দেয়া হলো কদম আলীকে।
এক জন ইলিয়াস আলি সে যেন হারিয়ে না যায়, কোন আঘাত না পাই সেটা যেমন চাই, তেমনি এই অপরাধে আমাদের মতো কদম আলীদের যেন না মারা হয় এটাই আমাদের দাবি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।