মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী জীবিত না মৃত এই প্রশ্নে তদন্তে নতুন মোড় নিচ্ছে। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে তার রহস্যেঘেরা অন্তধানের ঘটনা উদ্ধারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ছোট ভাই আসকির আলী মঙ্গলবার চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে দমদমের কাছে কোন একটি কারাগারে বন্দী আছেন এ ধরনের দাবি করার পর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
প্রথম থেকেই সরকার ইলিয়াস আলীর বিষয়ে চুপথাকো নীতি অবলম্বণ করে আসছে। বর্তমান পরিস্থিতিতেও সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। প্রথম থেকেই সরকার, আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান-তৎপরতা, বর্তমান পরিস্থিতিতে সরকারের আবারো চুপ থাকা- সব মিলিয়ে এখনো রহস্য ঘনীভূতই রয়ে গেল, ইলিয়াস আলী কি জীবিত, নাকি মৃত?
পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন, এম ইলিয়াছ আলীর ব্যাপারে পত্রপত্রিকায় প্রকাশিত খবরটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখনও কিছুই জানি না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।
আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত করে উদ্ধারের বিষয়টি অব্যাহত আছে। র্যাবের ডিজি মোঃ মোকলেসুর রহমান জানান, নিখোঁজ ইলিয়াছ আলীর বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ভারতের পশ্চিমবঙ্গে দমদমের কাছে কারাগারে বন্দী থাকার দাবির বিষয়টি নিয়ে আমাদের কিছুই করণীয় নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজখবর নিতে হবে।
এম ইলিয়াছ আলীর ছোট ভাই আসকির আলী মঙ্গলবার লন্ডনের চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে বলেছেন, দেশের একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে, ভারতের দমদমের কাছে একটি কারাগারে বন্দী আছেন এম ইলিয়াস আলী।
সরকারকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে তিনি বলেছেন, আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য রয়েছে তাতে দৃঢ় বিশ্বাস জন্মেছে, ইলিয়াস আলী এখনও জীবিত আছেন। তাঁকে ভারতের দমদমের কাছাকাছি কোন এক কারাগারে বন্দী করে রাখা হয়েছে। যেমন করে কলকাতায় সুখরঞ্জন বালি আছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আসকির আলী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, এখন পর্যন্ত সর্বস্তরের জনগণ ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় ফিরে পেতে দেশে-বিদেশে আন্দোলন-সংগ্রাম, বিক্ষোভ অব্যাহত রেখেছেন, সহযোগিতা করছেন। ইনশাআল্লাহ, সবার ঐকান্তিক সহযোগিতায় এবং আল্লাহর রহমতে তার ভাই ইলিয়াস আলীও নিশ্চিত ফিরে আসবেন।
ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদি লুনা গণমাধ্যমকে বলেছেন, ইলিয়াস আলীর ছোট ভাই আকসির আলীও একটি পত্রিকায় প্রকাশিত খবরের সূত্র ধরেই লন্ডনের চ্যানেল আই-লন্ডনের স্ট্রেট ডায়ালগ অনুষ্ঠানে তাঁর জীবিত থাকার ব্যাপারে বক্তব্য দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম এখন ইলিয়াস আলীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দাবি করে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে ইলিয়াস আলী জীবিত আছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে ইলিয়াস জীবিত আছেন বলে দাবি করেছেন আসকির আলী। কিন্তু বিভিন্ন গণমাধ্যম এখন ইলিয়াস আলীকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রেখে লুনা বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন।
তিনি ফিরে আসা পর্যন্ত আমরা তাঁর অপেক্ষায় থাকব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।