পলিটেকনিক শিক্ষকদের ৮দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের উদ্যোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরে "অবস্থান ধর্মঘট" আজ পালিত হয়েছে। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হয়। অবস্থান ধর্মঘটে ঢাকাস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষিকাবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে পলিটেকনিক শিক্ষকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে । ১ম দফা আন্দোলনের কর্মসূচী পালিত হলেও আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি।
তাই কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়ে এবার মাঠে নেমেছে শিক্ষকেরা। এরই অংশ হিসেবে আজ পালিত হল অবস্থান ধর্মঘট কর্মসূচী।
কারিগরি শিক্ষা অধিদপ্তরে পালিত অবস্থান ধর্মঘটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে পলিটেকনিক শিক্ষকদের ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোরালো আহবান জানান। বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ ইদ্রিস আলী বলেন আগামী এক সপ্তাহের মধ্যে দাবী আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে।
তিনি বলেন, পলিটেকনিক শিক্ষকদের দাবী মূলত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত আশ্বাস বাস্তবায়নের দাবী। মাননীয় প্রধানমন্ত্রী পলিটেকনিক শিক্ষকদের দাবী বাস্তবায়নের নির্দেশনা দেওয়া সত্ত্বেও কেন এতদিন ধরে বাস্তবায়িত হচ্ছে না সে জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ব্যর্থতা বলে হুশিয়ারি প্রদান করে বলেন, যদি দ্রুততার ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের দাবী বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তাকে সরিয়ে যাদের দ্বারা পলিটেকনিক শিক্ষকদের মর্যাদা রক্ষা পাবে তাদেরকেই ঐ চেয়ারে বসানো হবে।
অবস্থান ধর্মঘটের এক পর্যায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত অধ্যক্ষবৃন্দ উপস্থিত হয়ে আন্দোলন কর্মসূচীর প্রতি একাত্বতা ঘোষনা করেন। এদরে মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ রফিকুল ইসলাম মীর, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহেন্দ্র কুমার সিকদার, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোজাহার হোসেন। এছাড়া অবস্থান ধর্মঘট কর্মসূচীতে উপস্থিত হয়ে আন্দোলন কর্মসূচীর প্রতি একাত্বতা ঘোষনা করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান।
অবস্থান ধর্মঘট কর্মসূচী থেকে একটি প্রতিনিধি দল মাননীয় মহাপরিচালক এর সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। এর কিছুক্ষণ পর মাননীয় মহাপরিচালক পরিচালকবৃন্দদের নিয়ে অবস্থান কর্মসূচীতে উপস্থিত হয়ে পলিটেকনিক শিক্ষকদের আন্দোলনের প্রতি পূর্ন সমর্থন প্রদানের ঘোষনা দেন। তিনি অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এবং দাবী বাস্তবায়নে উর্ধ্বতন প্রশাসনের সাথে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য এধরনের আশ্বাস ইতোপূর্বে বহুবার প্রদান করা হলেও তা আজ ও বাস্তবায়িত হয়নি।
ফলে পলিটেকনিক শিক্ষকদের ধৈর্য্য সীমা ভেঙ্গে যাচ্ছে। তাই বক্তরা আজকের এই কর্মসূচী থেকে ঘোষনা করেন যে ৮ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকের ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচী প্রদান করা হবে। বক্তারা মাননীয় মহপরিচালক ও পরিচালকদের উপস্থিতিতে জানিয়ে দেন যে আগামী এক সপ্তাহের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২০ মে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মৌন মিছিল নিয়ে যাওয়া হবে। এরপরও যদি দাবী আদায় না হয় তবে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
তাই দাবী আদায়ে শুধু একাত্বতা ঘোষনা নয় দ্রুত পদক্ষেপ নিয়ে দাবী বাস্তবায়নের জন্য জোরালো আহবান জানান।
শিক্ষকদের ৮দফা দাবি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।