ফ
এতি মধ্যেই ETV তে ডঃ মোঃ সাব্বির মোস্তফা খান,(বিভাগীয় প্রধান,পানি প্রকৌশল) এর আমাদের আন্দোলন সম্পর্কিত একটি নিউজ হয়ত সবাই দেখেছে । সেখানে তিনি যা বললেন “ বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রা নাকি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো অবস্থানে আছেন’ ইতিমধ্যেই বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার থেকে সুপারভাইসার এ পরিনত করা হয়েছে এটাই কি অন্য দেশের থেকে ভালো অবস্থান !!!!!! আরেক ভাবে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের টেকনিশিয়ান এ অবহিত করা হয়েছে । এক জন এত শিক্ষিত বুয়েট এর বিভাগীয় প্রধান যদি এরকম ধরনের যুক্তিহীন কথা বলেন তাহলে কি মানায় !!!!!কি আজব ব্যাপার । তিনি আরও বলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নাকি ৬ মাসের কোর্স । যদি এটি ছয় মাসেরই কোর্স হয় তাহলে বিষয় টা এমন দাড়ায় যে , বাকি ৩ বছর ৬ মাস আমাদেরকে আমোদ প্রমোদ শেখানো হয় তাতে স্পন্সারশিপ দেয় বোকা সরকার এবং পরিচালনা করে বোর্ড ।
স্যার (ডঃ মোঃ সাব্বির মোস্তফা খান) মনে তার বিভাগের সাথে অভিযোজন করতে গিয়ে এমন সম্পর্ক স্থাপন করে ফেলেছেন যে তিনি শুধুমাত্র পানি আর পানি দেখছেন এবং স্থলের কোন খবরা খবর মাথায় নেই তার । কি আশ্চর্য!!!!!এরকম হুসবিহিন এক জন মানুষ বুয়েট এর শিক্ষক হন কেমন করে । তার কথার না আছে কোন যুক্তি , না আছে সত্যতার ভিত্তি , না আছে উপযুক্ত প্রমান । তার কোন অধিকার নেই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে এসব উল্টা পাল্টা মন্তব্য করার । তার যদি এতই বলার ইচ্ছা থাকে তাকে আমরা আমন্ত্রন জানাই একদিন এসে আমাদের ঢাকা পলিটেকনিক এ এসে দেখার এবং তারপর মন্তব্য করার ।
তিনি বুয়েট এর বিভাগীয় প্রধান হয়েছেন তার মানে এই না দেশের বিভাগীয় প্রধান আর তিনি সবি জানেন , আর তিনি যা বলেবেন তাই হবে ?????????? IEB এর সভাপতি ইনি আবার আরেক পাগল যিনি বলেছেন আমরা নাকি ৪ টা পরীক্ষা দিয়েই ইঞ্জিনিয়ার কোর্স শেষ করি,যেখানে আমাদের পরীক্ষা দিতে হয় ৮ টা + ক্লাস টেস্ট , কুইজ টেস্ট বাকী । যেখানে তিনি আমাদের পরীক্ষা সম্পর্কে কিছু জানেন না সেখানে তিনি কেমনে মূর্খের মত এমন মন্তব্য করেন তা আমাদের সবারি বুঝার বাইরে । সবাইকে জানিয়ে দিন এই দুই মহান গাধাদের কথা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।