আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ৩০

লক্ষ্মীপুরের ঝুমুর হলের সামনে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় আজ দুপুরে পলিটেকনিক ইনিষ্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এসময় ওই রুটে চলাচলকৃত ১৮-২০ টি গাড়ী ভাংচুর করে বিক্ষুব্ধরা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

তারা হলেন, ফয়সাল, সবুজ, দীপ্ত ও রবিন। অন্য আহতরা হলেন, চন্দন কুমার, নিরভ, রাসেল, মেহেদী, ইরফান, সৈকত, রুবেল তম্ময় সহ ৩০ জন। এ দিকে গাড়ী ভাংচুরের ঘটনায়  আবির ও সোহেল নামের বিক্ষুব্ধ ২ ছাত্রকে আটক করেছে পুলিশ ।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা দুই দফা দাবী আদায়ের লক্ষ্যে বোর্ড সমাপনি পরীক্ষা বর্জন করে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ঝুমুর সিনেমা হলের সামনে ১ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ ও টায়ারে অগ্নি সংযোগ করে আন্দোলন করছিলেন। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের আন্দোলন চলে।

এ সময় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে সদর থানা পুলিশ আন্দোলন কারীদের অবরোধ তুলে নেয়ার আহবান জানান। কিন্তু আন্দোলন কারীরা বিক্ষুব্ধ হয়ে ওই রুটে চলাচলকৃত ৬-৭ টি সিএনজি অটোরিক্সা, ৩ টি ট্রাক ও কয়েকটি বাস ভাংচুর করে। এসময় পুলিশ বিক্ষুব্ধদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়।

 
সাধারন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের শানি্তপূর্ণ বিক্ষোভে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এসময় পুলিশের বন্দুকের পিটুনিতে সাধারন শিক্ষার্থীরা গুরুত্বর আহত হয়েছে ।
 
তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আন্দোলনের নামে জনগনের জানমালের ওপর হামলা করায় পুলিশ যা যা করার দরকার ছিল তা তা করেছে। ঘটনাস্থলে গাড়ী ভাংচুর করায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.