আমাদের কথা খুঁজে নিন

   

পলিটেকনিক ছাত্ররা রাস্তায়, দুই সড়ক অবরুদ্ধ

তেজগাঁও সাতরাস্তার মোড়ে তাদের অবরোধের কারণে মগবাজার থেকে মহাখালীমুখী শহীদ তাজউদ্দিন আহমেদ সড়কে সকাল ১০টা থেকে এবং  ধানমন্ডি ২৭ নম্বর সড়কের পূর্র্ব অংশে অবরোধের কারণে মিরপুর রোডে বেলা সাড়ে ১১টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।   
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস আলী জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে পলিটেকনিকের শিক্ষার্থীরা রোববার সকালে তাদের ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।    
এক পর্যায়ে তারা সাতরাস্তার মোড়ে সড়কের ওপর অবস্থান নিলে সকাল ১০টার দিকে থেকে মগবাজার-মহাখালী যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিদর্শক ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্ররা বাঁশের লাঠি নিয়ে সাতরাস্তায় অবস্থান নিয়ে আছে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেস্টা করছি।


এদিকে মিরপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।   
রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগযোগ রক্ষাকারী দুটি প্রধান সড়ক বন্ধ থাকায় আশেপাশের এলাকাগুলোতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। ফলে গাড়ি চালকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।  
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার হিসাবে সংজ্ঞায়িত না করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সংজ্ঞায়িত করাসহ তিনটি দাবিতে গত কয়েকদিন ধরেই দেশব্যাপী আন্দোলন চালিয়ে আসছে পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকরা।  
তাদের অন্য দাবি দুটি হলো ডিপ্লোমা প্রকৌশলীদের পদন্নোতির কোটা ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা এবং বেতন বৈষম্য দূর করা।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবারও বগুড়া, মুন্সীগঞ্জ, শেরপুর এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।   এসব এলাকায় বিক্ষোভের সময় সড়ক অবরোধ, ভাংচুর ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বগুড়া বিক্ষুব্ধদের সামলাতে ১৫ রাউন্ড রাবার বুলেটও ছুঁড়তে হয় পুলিশকে। এতে ৩ শিক্ষার্থী আহত হন। শেরপুরের বিক্ষোভের সময় আহত চার ছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.