আমাদের কথা খুঁজে নিন

   

এত্ত অফার দিয়ে করুমটা কি ?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility বর্তমানে যা করি এতে দিন আনি দিন খাই না, ভালই চলে, একলা মানুষ । দোকলা হইলেও চলে যাবে হয়ত । কিন্তু সমস্যা হইল ছুটি বেশী । এত্ত ছুটি আমার দরকার নাইক্কা । ৩৬৪ দিন এ ছুটি মোট ১২৪ দিন, বাকি থাকে ২৪০ দিন , যদি সরকারী ছুটিতে কাজ পাই তাহলে নিয়মমতে বোনাস ছুটি যোগ হয় তা হলে ১৩ দিন ছুটি তার মানে ২২৭ দিন কাজ ।

কিন্তু ২২৭ এর মধ্যে কাজ করি ৮+৩ ঘন্টা যাতায়াত ও টিফিন, গোসল, দাড়ি কামানো ইস্ত্রি ইত্যাদি কারণ এসব কিছুর সুবিধা কাজে আছে = ১১ ঘন্টা হলে ২২৭ দিনে ২৪৯৭ ঘন্টা তার যদি দিনে পরিণত করি তাহলে ১০৫ দিন প্রায় কর্ম ব্যস্ত থাকি মাত্র ! আমি চাই আরও বেশী , পাই না ! সপ্তাহে ৫ দিন কর্ম । নতুন একটা অফার আসল, একটি অফিস কক্ষে পিয়ন বা পি এ টাইপ চাকরি করা । যদিও পিয়নের কোন কাজ নাই, শুধু ফাইল নিয়ে টাই শার্ট পরে বসে থাকা, পাশে একটা কফি মেশিন থাকবে, তা থেকে নিজে পান করা আর এটা খালি হলে ভর্তি করা ! তবে যারা পান করবে তারা নিজ গরজেই নিবে । মানুষ যে যা চায় তা দেয়া আর গুরুত্বপূর্ণ চাবি বহন করা, যে যা চাবে প্রমান নিয়ে দিয়ে দেওয়া । যে যা চায় তা দিতে হবে ! ৮ ঘন্টা চেয়ারে প্রায় বসেই থাকতে হবে ! বেতন বর্তমান থেকে কম আর স্ট্যান্ডার্ড লাগে ।

বেতন প্রতিবছর ৫ হাজার বাড়বে আর ৫ বছর পর ১০ করে বাড়বে ১০ বছর পর স্টপ হইয়্যা যাবে ! ২০ বছর পর ফোর্স করে চাকরি ছাড়তে হবে তবে বোনাস সহ ! এছাড়া বছরে ২ বার বোনাস সহ বাতসরিক আলাদা বোনাস আসবে , তবে বর্তমানটাতেও ২ বার বোনাস পাই । এই চাকরি করলে আমি ইহ জনম ত্যাগ করিব জানি । মোটা হইত হইতে আমার সব রোগ বাড়িয়া যাইবে । আর এত ধৈর্য্য নিয়ে কফির পাশে থাকতে পারব না, আমার চা কফি পছন্দ না । এতে ২৪০ দিন কাজ মানে ঘন্টায় ২৬৪০ঘন্টা মানে ১১০ দিন কাজ পুরো দিন ।

সপ্তাহে ৫ দিন কর্ম । এটা বাদ । এখন যাই আরেকটা অফার এটা পাইলাম, একটি মিউজিক কোম্পানী থেকে । যাউগ্গা আমি সঙ্গীতের কোন মানুষ না । এখন কি কাজ হবে তা কাজে জয়েন ছাড়া বুঝা যাবে না ।

তবে তাদের অফারটা এই রকম দিনে ১০ ঘন্টা + ৩ ঘন্টা আসা যাওয়া । সরকারী ছুটির দিনে ছুটি নাই, আর ফেস্ট টাইমেও ছুটি নাইক্কা । তবে সরকারী ছুটির দিনে ডাবল বেতন ! ফেস্ট টাইমে বেতন + বোনাস ! তাও সপ্তাহে ৪ দিন কাজ বাকি ৩ দিন ছুটি ! তার মানে ১৪৪ দিন ছুটি !!!! ও এম জি তবে সরকারী ১৩ দিন + ফেস্ট টাইম বাদ দেই । তাহলে সেদিনের দিগুন বেতন ও বোনাস বেতনে লাল হওয়ার চান্স আছে ! এই অফারটা নেওয়ার জন্য কাছের ৩ জনের মানুষের সাথে পরামর্শ করছি । সম্ভবত নিতে পারি এটা ।

এটার বেতন বর্তমান থেকে বেশী না কিন্তু বোনাস অনেক বেশী ! আরও একটা পেয়েছি সরকারী কাজের, বেতন উপরের ৩ টার থেকে দ্বিগুন এর কাছাকাছি কিন্তু কাজ কম মানে ....... পোস্ট অফিসের কাজ , পিয়নের চাকরি পাইনাই কইলাম , এটা পাইলে উপরের কয়টার দরকার ছিল না । পোস্ট অফিসের অভ্যন্তরীন কাজ । কিন্তু সমস্যা হল কাজের প্ল্যান উড়াধুড়া ! বেতন বেশী অবশ্য কিন্তু আমার উপরের ৩টার সময় মোটামোটি ফিক্সড , কিন্তু এইটা হইল ইদুরের মত দৌড় বাজ কাজর প্ল্যান, কাল ছুটি তো আজ কাজ , আজ ২ ঘন্টা কাজ তো কাল ১০ ঘন্টা কাজ ,,,,,,, কোন টাইম টেবিল ই নাই ! তার উপর বোনাস কম । ফুট টাইম জব যখন নয়, সুতরাং অনেক সরকারী সুবিধা আপডেট দিবে না । ফুট টাইম এর লাইভ টাইম সুবিধা দেয় ।

আর পোস্ট এর ফুল টাইম বন্ধ হয়ে গিয়েছে । এটা হল এক ধরনের সরকারী অর্থনৈতিক মন্দা কাটানোর কৌশল ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.