আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ফাউল কথা!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই! এলাকার একজন ডাইল খাইতে খাইতে পাগল হইয়া গেছে। দেখা হইলেই কইতো,"আইচ্ছা বল তো, অতি লোভে তাতী নষ্ট, এইখানে তাতী কেডা?" পোলাপান হা কইরা কইতো,"তাতী ঐদিকে গেছে, আপনের জন্য বোতল নিয়া ওয়েটাইতেছে, যান, গিয়া সমাজ রক্ষা করেন!" সে ডাইল খোর চইলা গেলে পোলাপান তারে নিয়া নানা কাহিনী। তারা অবশ্য সবাই সমাজ রক্ষা করে। যেমন কিছুক্ষন আগে আমরা তিনজন যখন ছিলাম, তখন দুইজনে একখান সিগারেট খাইলো।

কিছুক্ষন পর আরো দুইজন আইলো। আরো একটা সিগারেট ৪ জনে খাইলো। এর পরে ঐখানে আর ৪ জন আইলো। পরে ৮ জনে মিল্লা দুইটা সিগারেট ভাগ কইরা খাইলো। এর মধ্যে দুইজন সিগারেটের লাস্টের অংশ নিয়া থাবড়া থাবড়ি করলো।

আমি কইলাম,"দিনে কয় টা সিগারেট খাস?" একজন আমার দিকে তাকাইয়া বললো,"আরে আমরা তো সামাজিকতা রক্ষা করি। এই যে ধর প্রথমে ও আসলো, সামাজিকতা রক্ষা করনের জন্য একখান খাইলো। এর পর ওরা আইলো। ওগো সাথে সামাজিকতা রক্ষা। এর পর লাস্টে যখন ওরা আইলো তখন ওগো মানসম্মানের দিকে তাকাইয়া সবাই মিল্লা দুইটা।

এতে সামাজিকতা রক্ষা হইলো, মান সম্মান ঠিক থাকলো, আর সম্পর্ক ঘনীকরন করা হইলো!" আমি হা কইরা শুইনা কইলাম,"সেই হিসাবে আমি তো বড়ই অসামাজিক, আর তোরা তো পুরা সমাজের রক্ষাকর্তা। তোরা সমাজে না থাকলে সমাজের মান সম্মান আজকে অপমান হইয়া যাইতো!" পোলাপানের লজিক যে কুন লেভেলে গেছে এইটা কেমনে বুঝাই! সিগারেট খাইলে সমাজ রক্ষা হয় বইলা আমাদের দেশের পোলাপান সমাজটারে রক্ষা করতাছে তাই সমাজটা টিক্কা আছে, নাইলে সমাজ নাকি রসাতলে যাইতো! সিগারেট না খাইয়া বড়ই আফসোসে পড়লাম! তো ফেসবুকে একজনকে দেখি সে সবকিছু নিয়াই বিরক্ত। আগে সে দিনে ৩ টা পোস্ট দিতো। এখন সে দিনে ১৮ টা পোস্ট দেয়। জিগাইলাম,"ভাই, ভোটে কবে খাড়াইতেছেন? মার্কা কি?" সে ভাব নিয়া কয়,"মার্কা খুইজা পাই নাই!" আমি আরেকখান ভাব নিয়া কইলাম,"ফেসবুক মার্কায় খাড়াইয়া যান, পোলাপান দেখবেন মার্কা দেইখাই সীল মাইরা দিছে।

নির্বাচনী ওয়াদা থাকবে: আন্ডা থিকা বুড়া ফেসবুক সবার লিগা!" সে কইলো,"ভাই মস্করা করেন?" আমি কইলাম,"আগে তো তিনবেলা ভাত খাইয়া আরামে স্ট্যাটাস দিতেন, এখন তো দেখি আপনি ১৮ টা দেন দিনে, ভাত কি ১৮ বেলা খাওয়া শুরু করছেন?" ইদানিং আমাদের দেশের নায়িকাগুলান তেলের ড্রাম হইতেছে। আমি এইখানে তেল প্রতি লিটার ১৪০ বাংলা টাকা। দেশে নাকি ১২০ টাকা। আমার তো মনে হয় দেশে এখন ঘরে ঘরে নায়িকা প্রোডাকশন দিতে পারি, তাইলেই আমাদের এই তেলের সমস্যা মিটতে পারে! তয় লাস্টের আইডিয়াটা নিয়া আমার একখান কথা আছে। কথাটা কইবার চাইতেছি না, করন আমি শিওর আমার এই পোস্ট পড়নের পর আমার বৌ এর কাছে ১০১ টা প্রশ্নের উত্তর আর সাথে ঝাড়ি ফ্রি! আমার ফাউল পোস্ট পড়নের লিগা ধইন্যা! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।