এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
দিল বোলে হাড়িপ্পা দেখলাম।
যেহেতু আমার হাতে রিমোট ছিলো সেহেতু যথেষ্ট পরিমান টাইনা টুইনা যেটুকু দেখলাম তাতে মনে হইলো এইটা ইংলিশ ছবি "সি ইজ দ্যা ম্যান " এর দূরবর্তী ছায়া অবলম্বনে বানানো হইছে এবং এতে যথেষ্ট পরিমান ইমোশন, রোমান্স, গান ....... হিন্দি সিনেমায় যা যা থাকে আর কী সব ই যোগ করা হইছে সাথে আবার একচিমটি নারী অধিকার ও যুক্ত করা হইছে যেটা আমার সবচেয়ে বেশি অসৈহ্য লাগসে।
শী ইজ দ্যা ম্যান সিনেমাটা ভালো লাগসিলো কিন্তু এই সিনেমাটা ভালো লাগে নাই তার দুইটা মানে হইতে পারে এক দিল বোলে হাড়িপ্পার মেকিং ভালো হয় নাই আর দুই তখন বয়স কম আছিলো যা দেখতাম তাই ভালো লাগতো, শেষের টা হওয়ার সম্ভাবনা প্রবল কারন আমার রাব নে বানাদে জোড়ি ও ভালো লাগে নাই অবশ্য "লাভ আজকাল" ভালো লাগছিলো এইটা একটু আশার ব্যাপার।
এই সিনেমায় একটা থুক্কু দুইটা ক্রীকেট ম্যাচ আছে শেষের ক্রীকেট ম্যাচ টা অত্যন্ত বিরক্তির উৎপাদন করসে, এত গাজাখুড়ি না করে আরো একটু নরমাল ম্যাচ দেখালে মনে হয় ভালো লাগতো। অবশ্য এখানেও একটা কথা আছে লগন দেইখা মুগ্ধ হইছিলাম, লগনের ক্রীকেট ম্যাচ ও মনে হয় যথেষ্ট গাজাখুড়ি ছিলো অনেকদিন আগে দেখসি তো মনে নাই।
তয় লম্বু শাহীদ কাপুর আর বাট্টু রাণীরে ক্রীজে দেইখা একটু স্মৃতিকাতর হইছিলাম শচীন-সৌরভের ইয়াদ আসতেছিলো
এই সিনেমায় রাণীরে সুন্দর লাগসে, এমনিতেই তারে আমি ভালো পাই এতদিন পর সিনেমা করলো, রানীরে তার চরিত্রে মানায়াও গেসে তারপরো তার অভিনয় আমার ভালো লাগেনাই এই সিনেমায়, শাহীদ কাপুরের মায়ের ভুমিকায় যে অভিনয় করসে(কোন পুরোনো নায়িকা হতে পারে চিনতে পারিনাই) সে খুবি বাজে অভিনয় করসে। শাহীদ কাপুরের অভিনয় খুব ভালো লাগসে তবে এখানেও দুইটা কথা আছে সে আসলেই ভালো অভিনয় করসে অথবা অপজিট জেন্ডারের প্রতি দুর্বলতার কারনে তার অভিনয় ভালো লাগসে।
সর্বোপরি আমার নিজস্ব মতামত হইলো সিনেমার মেকিং টা খুবি খারাপ হইছে, মেকিং টা ভালো হইলে এই টা একটা উপভোগ্য হিন্দি সিনেমা হইতে পারতো, মুভিমেকারদের মনে রাখা উচিৎ লোকজন এখন আর হাই ড্রামা পছন্দ করে না।
যাই হোক এত ধানাই পানাই করে যেটা বলতে চাই যারা সিনেমা দেখবেন তারা নিজ দায়িত্বে দেখবেন যারা দেখবেন না তারাও নিজ দায়িত্বে দেখবেন আমার রুচির ওপর ভরসা করবেন না
আর নতুন কোন হিন্দি সিনেমা দেখে ভালো লাগলে আমারে একটু জানায়েন অনেকদিন উপভোগ্য হিন্দি সিনেমা দেখিনা।
আর ঈদে কে কি নাটক দেখলেন একটু জানান, ফাউল-হাসির নাটক দেখতে চাই, কালকে বাঙালী দোকানে যাব নাটকের সিডি কিনতে কোন নাটক আনব জানাইয়া দুই জাহানের অশেষ নেকি হাসিল করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।