গালাগালি নিষেধ। সোজা কথা বলা মানুষ-বাস্তব জীবনে যে কারণে আমি অন্যের চক্ষুশূল।
আজকে মেজাজ পুরা বিলা। শালার দিনটাই ফাউল কাটছে। সককালে আম্মায় চিল্লাইছে ঘুমের থেইকা উঠতে দেরি দেইখা।
হেরপরে বাজারে গিয়া শাকওয়ালার লগে চিল্লাইছি। মাছওয়ালা আজকে ভেজাল করে নাই। মাগার মরিচওয়ালারে চড় মারতে মন চাইতেছিল।
দুপুরে জুম্মার নামায না পড়ায় বাপে চিল্লাইছে খাওনের টেবিলে। আধা খাইয়া উইঠা গেছিলাম বিড়ি টানতে।
দেখি লাইটারে তেল নাই। আবার দৌড়াইলাম দোকানে। বিকালে আইসা ব্লগে সাইন আপ করলাম। আমার এক বন্ধু দেখি অফ লাইনে মেসেজ দিয়া ব্লগের অ্যাডরেস দিছিল। কিছুক্ষন আগে ব্লগে আইসা দেখি পাবলিক আধা আধা লিখা লেখছে।
হালার পাবলিক পারেও।
আরে বাপ লিখবার বইছস যখন সিধা লেখ। লেইখা শেষ কর। তা না আধা লেইখা আমা গো মেজাজ বিলা করন। সব মিলায় দিনটা যাইতেছে পুরা ফাউল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।