আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ফাউল, ঠগ, বাটপার, চিট।

বিরিন শট

আমরা ফাউল, ঠগ, বাটপার, চিট। প্যান্টটা পড়ি ভীষণ টাইট ফিট, হাতে চুড়ি কানে দিছি দুল, মাইয়া মাইনষের লাহান রাখছি চুল। বাপের খাই করিনা কুনো কাজ, মহল্লাতে কইরা বেরাই রাজ। লাজ-লজ্জার কুনো বালাই নাই, রাস্তার মাঝে গলা ছাইড়া গান গাই। লেখাপড়া জানি কিছু কিছু, একলা মাইয়া পাইলে লাগি পিছু।

জোরসে টানি আমরা সিগারেট, মালডা খাইয়া ভইরা ফালাই পেট। দিনে ঘুমাই। রাত্রে ঘুমাই কম, মাঝে মইদ্দে গাঁজায় মারি দম। প্যান্টটা পড়ি ভীষণ টাইট ফিট, আমরা ফাউল, ঠগ, বাটপার, চিট। ........................ আওয়াজ দিব এমুন সাহস কার!? মাল দিয়া প্যাডে দিমু পাড়।

রচনাঃ ১৯৯৯ উৎসর্গঃ এলাকার ত্রাস আমিনুল ও তার গ্যাং, শান্ত মাস্তান, কনক মাস্তান, বায়েজিদ মাস্তান,লেকু, রাসেল ও রানা মাস্তান এবং নতুন প্রজন্মের সম্ভাবনাময় সকল মাস্তানদের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।