আমাদের কথা খুঁজে নিন

   

নিছক প্রলাপ

ইলেক্ট্রিসিটি নেই, গরমে দরদর ঘামছি। বিদ্যুতের দাবীতে চিল্লাফাল্লা করার কোন ইচ্ছেও নাই। বিদ্যুৎ খাতে কী পরিমান দুর্নীতি হল তা নিয়েও কোন আগ্রহ নেই। দাবী শুধু একটাই- গণভবন, বঙ্গভবন, হেয়ার রোডে আর মিন্টো রোডে শুধু একদিনের জন্য, শুধু একদিনের জন্য লোডশেডিং হোক। যারা চেয়ারে বসে তাদের কাছে "আমাদের দেশটা স্বপ্নপূরী"।

তারা লোডশেডিং কী জানেন না। তারা যে রাস্তায় দিয়ে যান সে রাস্তা ফাঁকা থাকে, এমনকি তাদের রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। তাদের নিরাপত্তাই আসল। তারা বাঁচলেই তো দেশ বাঁচবে। আমাদের মত চাল-ডাল-নুন আর গালভরা ইনফ্ল্যশন নিয়ে তাঁদের চিন্তা করতে হয় না, তাঁদের জন্য রয়েছে রাজভোগ।

তাদের ছেলে-মেয়ের পড়াশোনা নিয়ে কোন চিন্তা নেই। কোন পাবলিক বিশ্ববিদ্যালয় তাঁদের পদধূলিতে ধন্য হয় না। ওই সব জায়গায় তো আম-জনতা পড়ে, ঐসব তো চাষা-মুটেদের জায়গা! আর সবার যে পড়াশোনা করতে হবে এমন কোন কথা নেই। সূর্যের চেয়ে বালি গরম হয় আর তাঁদের চেয়ে তাঁদের পোলাপাইন বেশি গরম হয়। তাঁরা মহান, আমরা তো মহানদেরই পূজা করব।

৪০ বছর করেছি, তবু দেবতারা তুষ্ট নন। আমরা অনন্তকাল ধরে পূজাই করে যাব। ফোরাত নদীর বুকে একটা কুকুরও যদি অভুক্ত থাকেন কাল ওমর দায়ী থাকতে পারেন কিন্তু ব-দ্বীপে কুকুর কেন একটা মানুষও যদি ভাল থাকেন তাহলে তো তাঁদের জীবন ব্যর্থ। তাঁদের সুখই আমাদের সুখ। আসুন তাঁদের সুখী করি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।