সরসিজ আলীম_এর কবিতা
জল রঙে আঁকো
০১। চুল
আমি চাইতাম গো ঘাসে ফুল ফোটাও শাদা শাদা,
চাইতে বড় ইই, বুড়ি হলে, আর হলাম দাদা।
০২। ভ্রু
কী আশ্বাসে বাহির হয়েছো পথ, বাঁকা নদী, তীর?
চাঁদ ওঠে, চাঁদ উঠিয়াছে, ব্যস্ত দিন বহে থির।
০৩।
চোখ
চোখ গেলো বাজার, দু'হাতে কিনলো রবি-শশী,
রবির আলোয় চলি, মোরা শশীর ছায়ায় বসি।
০৪। নাক
তোমাতে দিয়াছি স্বপ্ন, বাতাসে চলে ধর্মের কল,
তোমাকে বেঁধেছি ঘর, যে পথে ফেরা সে পথে চল।
০৫। কান
হ্যালো কাকের ছা বকের ছা লিখে নভে ঘুম যায়,
মেয়ের বান্ধবীকে... আমরা লিখি কেন 'ধুস্ ছাই'!
০৬।
ঠোঁট
রৌদ্র, ডানা, খড়, ওড়াউড়ি, শস্যদানা, ওগো পাখি!
জীবন ওড়ে সিঁড়ি, মৃত্যু নামে আঁধার, যাবে নাকি ?
০৭। হাত
হাতে চলছে কলম, কলম লিখছে রোদ্দুর,
পাহাড় থেকে গড়ায়, পৌঁছাতে পারবে যদ্দুর!
০৮। বুক
ও দুখ সারামাঠ ছড়ানো, তোমাতে কাটাতে পারি,
ও কান্না সারা মেঘে ওড়ানো, তোমাতে ভাসতে পারি।
০৯। স্তন
বারবার আসি তোমার কাছে বারবার মরতে,
কবি, তুমিই না আমায় মৃত্যু হতে রক্ষা করতে!
১০।
কোমর
কোলে কাখে তোল সখি আড়ালে বাতাস নাড়ে কেউ,
সাবধানে রাখিস কলস, ছলকে না ওঠে ঢেউ!
১১। শিশ্ন
শিশ্ন জাগিলো রে জাগিলো রে, মাথার হইলো তাজ,
এ মুলুকে শিশ্ন জেগে ওঠে, মার্কিনে পড়িলো বাজ।
১২। যোনি
তাঁবুর ভেতর আলো, জোনাকির আলো, চাঁদ আলো,
আঁধার কেঁদে উঠলো, তো শাদা খরগোশ পালালো।
১৩।
পা
পা গেলো ঘর, ঘর বেরলো সিঁড়ি, সিঁড়ি চলে পথ,
পথ ভেসে ভেসে মঠ, মঠ উড়ালো সৎ- অসৎ।
১৪। নখ
তোমাকে দিলাম যে কাঁটা আমি, অলঙ্কার বানাও,
অলঙ্কারগুলো হাতেপায়ে বেঁধে আমাকে সাজাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।