আমাদের কথা খুঁজে নিন

   

নিছক কৌতুক - (পুরোনো) ...



এক পাগল রাস্তার ল্যাম্পপোষ্টে উঠে বসে আছে। আশেপাশের লোকজন তাকে নামানোর জন্য ব্যাপক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই পাগল আলাদীনের চেরাগের মতো করে ল্যাম্পপোষ্টটা আঁকড়ে ধরে আছে। কিছেতেই সে নামবে না ! আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে, ট্রাফিক পুলিশ তার ঢিলে ঢালা প্যান্টটা এক হাতে ধরে রেখে তাকে নামার জন্য শাসায়। পুলিশের সার্জেন্ট এসে লাঠি উঁচিয়ে তাকে ভয় দেখায়, বিনিময়ে সেই পাগল তাকে এক পা উঁচিয়ে রিটার্ন ভয় দেখায়।

পাশ দিয়ে যাচ্ছিলো আরেক পাগল, জটলা দেখে থমকে দাঁড়ায়। আশেপাশের লোকজনের কাছ থেকে শুনে ঘটনার গুরুত্ব বুঝে এবার সমস্যা সমাধানে নিজেই এগিয়ে যায়। --- এই পাগলা, তুই নামবি ? পাগলটা উপর থেকে তাচ্ছিল্লের দৃষ্টিতে তাকায়, তার ভাব ভঙ্গিতে মাটি স্পর্শ করোর কোন ইচ্ছাই দেখা গেলো না। --- তুই নামবি না ? (নিচ থেকে পাগলটি হুঙ্কার দেয়) --- না, নামবো না। এই বাত্তিতে আম ধরবো, আমি সেই আম খাবো।

--- আমি ৩ পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই যদি না নামিস, তাইলে ব্লেড দিয়া ল্যাম্পপোষ্ট কাইটা ফালামু। এই কথা শোনা মাত্রই উপরের পাগলটা সুড়সুড় করে নেমে গেলো। লোকজন তো ভীষণ - কীরে, তোকে পুলিশে এতো করে লাঠির ভয় দেখালো, ল্যাম্পপোষ্ট ভেঙ্গে ফেলার হুমকি দিলো, তখন নামলি না, আর যেই আরেক পাগল বলল ব্লেড দিয়ে ল্যাম্পপোষ্ট কেটে ফেলবে, তখনি নেমে এলি ! ঘটনা কী !!! পাগলটা তখন আতঙ্কিত দৃষ্টি নিয়ে বললো - বাংলাদেশের পুলিশের কথায় বিশ্বাস নাই, তারা মুখে যা বলে, বাস্তবে কখনোই সেইটা করবার পারেনা, কিন্তু এই পাগলরে বিশ্বাস নাই, সে যখন কইছে ব্লেড দিয়ে ল্যাম্পপোষ্ট কাইটা ফালাইবো তখন কাইটাও ফালাইতে পারে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।