আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ধরনের অতিপারমাণবিক কণার সন্ধান পেয়েছেন ইউরোপীয় বিজ্ঞানীরা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ইউরোপীয় বিজ্ঞানীরা নতুন ধরনের অতিপারমাণবিক কণার সন্ধান পেয়েছেন। তারা এটি সঠিকভাবে শনাক্ত করতেও সক্ষম হয়েছেন। এ নতুন কণাটি চার ধরনের মৌলিক প্রাকৃতিক বলের একটির ব্যাপারে তথ্য দেয় এবং পদার্থের গঠন নির্ধারণ করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এ অতিপারমাণবিক কণাটি আসলে ব্যারিয়ন কণা, যার নাম দেয়া হয়েছে ঢরথন। কণাটি অত্যন্ত অস্থিত হওয়ার কারণে একে সরাসরি শনাক্ত করা যায় না।

তবে বিজ্ঞানীরা ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের লার্জ হ্যাড্রোন কলাইডারে (এলএইচসি) এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। সেখানে একে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছেন তারা। এ পরীক্ষার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অব জুরিখ গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, এই নতুন কণা আবিষ্কারের মাধ্যমে কোয়ার্কের বন্ধন সম্পর্কিত তত্ত্বটি সঠিক বলে নিশ্চিত হওয়া গেল। এর মাধ্যমে চার মৌলিক প্রাকৃতিক বলের অন্যতম শক্তিশালী নিউক্লীয় বলকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। এ বলই পদার্থের গঠন নির্ধারণ করে।

উল্লেখ্য, পদার্থের মৌলিক গাঠনিক কণার মধ্যে একটি হলো কোয়ার্ক। তিনটি আলাদা কোয়ার্কের বন্ধনে গঠিত হয় ব্যারিয়ন। প্রোটন এবং নিউট্রন ব্যারিয়নের দুটি উদাহরণ। লার্জ হ্যাড্রোন কলাইডার (এলএইচসি) হলো বিশ্বে এ যাবত্কালের সবচেয়ে বড় কণা ত্বরক। ‘হিগস বোসন’ কণার অস্তিত্ব খোঁজার জন্যই এটি তৈরি করা হয়েছে।

ধারণা করা হয়, এ কণাটি পদার্থের ভরের জন্য দায়ী। সূত্র : বাংলানিউজ। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.