কিছু না বুঝে কিছু বলে যাওয়াই আমার একমাএ গুন প্রচন্ড এক অভিমানি দুঃখ নিয়ে তোমার আকাশে কালো মেঘ হয়ে ভেসেছিলাম তোমায় কাল-বৈশাখীর ঝড়ে ভেঁজাবো বলে জানি তুমিও প্রতিক্ষায় আছো কখন আমি বৃষ্টি হয়ে ঝড়বো ভেঁজাবো তোমার শাড়ির আঁচল, ভেঁজাবো তোমার কাজঁল আকাঁ দু' নয়ন কিন্তু আমার দুঃখ গুলো এতোটাই পাষাণ বেধেঁছে মনে কালো মেঘ আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি বুকের নোনা ব্যাথায় দুঃখ গুলো এখন বুকের ভেতর দানা বাধাঁ কষ্ট গুলোর সাথে তুমুল তর্কে মেতেছে-কে কতটা আমায় পোড়ালো সে হিসেব নিয়ে শুনতে পাচ্ছে তুমি ঐ যে মেঘের দীর্ঘশ্বাস.....ঘড়ড়ড়.....ঘড়ড়ড়.....ঘড়ড়ড়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।