মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে
" আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি - তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।
হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম"
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসেছে যার আকাশে..
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙ্গা স্বপ্নের সূর ফিরে আসে আমাতে।
" তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ
তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন।
চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ
মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন। "
"চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায়
পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়..
মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন
বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।
"
"কণ্যা আমার কথা শোনো
নদীর প্রান্তরে বন জংগলে..ভালোবাসা নেই কোন ।
ভালোবাসা থাকে চোখের মাঝে
চোখে চোখে শুধু চাওয়া..
তাই চোখের জলে তোমার আমার
ভালোবাসা খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়..
নদীর জলে ভালোবাসা খোজাঁর কোন অর্থ কি হয়। "
"একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাদ অথবা এই রাত..
কান্না ভেজা চোখ অথবা মিস্টি হাসি
যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি।
তোমার জন্য নয় আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি।
। "
যদি মন কাদে তুমি চলে এসো, চলে এসো …এক বরষায়
এসো ঝরঝর বৃষ্টিতে… জলভরা দৃষ্টিতে
এসো কমল শ্যামল ছায়…চলে এসো, তুমি চলে এসো… এক বরষায়…যদি মন কাদে…
যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি,উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো
( কবিতা অনেক দিন হয় তোমায় গান শোনাই না এই গানের লিংক টা তোমার জন্য । অন্য রাও গান টা বাজিয়ে ছবি গুলো দেখবেন অন্যরকম ভালো লাগা কাজ করবে বিফলে মূল্য ফেরত ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।