ট
এখানেই তুমি আর আমি করেছি দির্ঘ দিন বাস।
কেন তুমি এতো পাষাণ করো ওদের হতাস!
আর কতো শুনতে চাও জেলেদের আর্তনাদ আর দির্ঘশ্বাষ ?
বধির তুমি, পাষাণ তুমি কি লাভ তোমার করে সব সর্বনাষ!
প্রখড় স্রোতে, প্রবল বেগে করছো তুমি ধংসযজ্ঞের আনন্দ উল্লাস!
পূর্ণিমা রাতে তোমার নেশা একটু বেশি বাড়ে আর আমার বাড়ে শ্বাষ।
প্রাতরাশে নিত্য দেখি ভালোবেশে তুমি আমায় কতটুকু করলে গ্রাস!
এখানেই লুকায়িত সব হারানো শোকগাথা ইতিহাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।