উড়ছে পাখি দূর আকাশে ডানার ফাঁকে রৌদ্র ভাসে আমারও তেমন উড়তে ইচ্ছে হয় আমার কেন পাখির জীবন নয়। মানুষ কেন এত স্বার্থপর হয়।। ফুল যে ফোটে থোকায় থোকায় দক্ষিণা হাওয়া দোল দিয়ে যায় ভ্রমর এসে গুণগুণিয়ে সূরের মূর্ছনায় ফুলের সাথে ভ্রমেরর কেন এত মধুময় আমার কেন ফুলের জীবন নয়। মানুষ কেন এত স্বার্থপর হয়।। এত প্রেম আর এত মায়া হীম শীতল বৃক্ষের ছায়া জগৎজুড়ে যেদিকে তাকায় সবই যেন লাগে প্রেমময় মানুষ কেন আত্ম নিয়ে বোধহীন রয় মানুষ কেন এত স্বার্থপর হয়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।