আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই। বেশ কিছুদিন আগে বাংলাদেশের রাজনিতির সেরা ৫ শীরনামে একটি ফান পোস্ট করেছিলাম। আজ পুরাতন ব্লগ ঘাটতে গিয়ে দেখলাম বেশ সাহস দেখিয়ে ফেলেছিলাম। এখন হয়ত তেমন সাহস আর দেখানোর সাহস নাই। তার পরও অনেক দিন পর আবারও রান্কিং দেয়ার প্রয়োজনিয়তা অনুভব করছি।
প্রকাশ করা হলো বর্তমানে বাংলাদেশ রাজনিতীর সেরা-৫
৫) সোহেল তাজ: সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রি
খেতাবঃ বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া,
বিশেষত্বঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রি তাজ উদ্দিনের পুত্র হিসেবে জনগনের মনে বিশেষ এক স্থান দখল করে আছেন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে সে স্থান প্রাথমিক ভাবে পাকাপোক্ত করেছিলেন।
বর্তমানেঃ কিছুদিন আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে আরও বেশি আলচনায় উঠে এসেছেন। তবে উনি সাহস দেখিয়ে পিতৃ রক্তের পরিচয় দিয়েছেন নাকি পালিয়ে গিয়ে পিতৃ রক্ত কে অপমান করেছেন সেটা নিয়ে জাতী বিচার বিবেচনা করছে। আমাদের রেঙ্কিং এ সোহেল তাজ ৫ নাম্বার এ আছেন।
৪)অ্যাডভোকেড কামরুল ইসলাম: আইন প্রতিমন্ত্রি
খেতাবঃ যুদ্ধাপরাধ কি কসম।
বিশেষত্বঃ উনার জীবনে যা কিছু ভাল মন্দ, উত্তম মদ্ধম, আগে পিছে, উপরে নিচে ঘটে, সবই ঘটে যুদ্ধাপরাধিদের বিচার কে বাধাগ্রস্থ করার জন্যে।
বর্তমানেঃ যুদ্ধাপরাধি দের বিচার নিষ্চিতকরত উনি সবসময়ই আলোচনায় আছেন। সাম্প্রতিক ব্যারিস্টার রফিক কে উনি মানষিক ভার্সাম্যহীন বলায় আরও আলোচনায় উঠে এসেছেন। আমাদের র্যান্কিং এ উনি ৪ এ।
৩)ব্যারিস্টার রফিকুল হক: বিশিষ্ঠ আইনজীবি।
খেতাবঃ শুশিল সমাজ।
বিশেষত্বঃ ভাল মানুষ টাইপের একটা ভাব নিয়ে থাকেন। কিছু সত্যি কথা সরাসরি বলে ফেলেন। অথবা বলে ফেলার ভান করেন।
বর্তমানেঃ আইন প্রতিমন্ত্রির উটকো মন্তব্যের জবাবে উনি আইন প্রতিমন্ত্রি কে দালাল বলে আক্ষায়িত করেন এবং যার কারণে রাজনিতিবিদ না হয়েও তিনি আমাদের টপ ৫ এ। আছেন ৩য় স্থানে।
২)বাবু সুরণ্জিত সেন গুপ্ত: দফ্তর বিহিন মন্ত্রি
খেতাবঃ ভাদাবেড়াল... থুক্কু.... দাদাবেড়াল।
বিশেষত্বঃ কঠিননন ভাব। এই উপমহাদেশের সবার রাজনৈতিক গুরু টাইপ একটা ভাব নিয়া কথা বার্তা বলেন।
রাজনিতি তে সবাই উনার কাছে শিশুসমতুল্য।
বর্তমানেঃ ৭০ লাখ টাকা নিয়া উনার এ পি এস কট খাওয়ার পর উনার ভাব পলাইছে। উনিও পলাইছে। যদিও এই ৭০ লাখ টাকা উনাদের কাছে পান সিগারেটের খরচ তবুও....উনি ২ নাম্বার, মানে আমাদের র্যান্কিং এ আর কি।
১)ইলিয়াস আলি: বি এন পির সাংগঠনিক সম্পাদক।
খেতাবঃ গুম, দ্যা লস্ট ওয়ার্ল্ড।
বিশেষত্বঃ উনার ব্যাবহার নাকি অত্যন্ত অমায়িক। উনি যার সাথেই কথা বলেন তার বাবা, মা কে দোয়া (গালি) দিয়ে কথা বলেন। উনার অনেক গুলো বিশেষত্বের মদ্ধে অন্যতম হচ্ছে উনি সাইফুর রহমানের ভরাডুবির অন্যতম নায়ক।
বর্তমানেঃ সিলেটের কুক্ষ্যাত সাবেক এই সাংসদ কে, কে বা কারা গুম করে ফেলেছে।
এবং উনার জন্যে দেশের রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়ে উঠেছে। মানুষও পুড়িয়ে মারা হচ্ছে। উনি মানুষ হিসেবে যেমনই হোন না কেন উনার এই পরিণতি আমাদের আমরা কেউই সমর্থন করি না। আমরা আশা করি উনি আমাদের মাঝে ফিরে আসুন। নাম্বার ওয়ান ইলিয়াস আলি।
র্যান্কিং পছন্দ হলে জানাবেন। আপনাদের মতামত থাকলে জানাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।