শাফিক আফতাব------------- সর্বদা মনটা তোমার জন্য হা হয়ে থাকে _ কখন নিমন্ত্রণ জানাও ; সেই অপেক্ষায় পোষা বিড়ালের মতোন ভয়ে ভয়ে অপেক্ষায় থাকে, কখন এক লোকমা ভালোবাসা দাও ; সে জন্য নির্জনে অপেক্ষার মালা গাঁথে। মূলত তোমার মর্জিতে আমি বেঁচে থাকি তোমার জন্যই বেঁচে থাকি তুমি যেদিন গোমড়া মুখে চাও সেদিনটা আমার খুব একটা ভালো যায় না অফিসের টেবিলে সেদিন ফাইল ঘাটাঘাটি করে যায় কাজের কাজ কিছুই হয় না কিংবা ডায়াসে দাড়িয়েঁ ছাত্রদের পুরোনো পড়া ধরে সময় কাবার করি তোমার ভালোবাসাই আমার মর্জি তোমার জন্যই আমি তোমার আবাসিক দর্জি তোমাকে মেপেই আমার সময় যায় ফলত তোমার জন্য হা হয়ে থাকে মন আমার তুমি ভালোবাসা আর উষ্ণতা দিলে আমি হলপলা শিশুর মতোন ফুলপদ নেড়ে নেড়ে আকাশ ছুঁইতে যাই তোমার এক্সক্লুসিভ এলাকায় পবিদর্শণ করে গোয়েন্দা পুলিশের মতোন তোমার গোপণ খবর শুধু আমিই জানি............. ২৫.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।