আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের রাজনীতিতে তারেককে দেখতে চাই না

বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অবহিত করে বিভিন্ন তথ্যউপাত্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মহাজোট সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়টি তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। সোমবার ক্রাউলির কুইন্স অফিসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করে বিরোধীদলের ধ্বংসাত্মক রাজনীতির চিত্র তুলে ধরেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সহ-সভাপতি আকতার হোসেন ও কার্যকরী সদস্য শাহানারা রহমান। বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের চিত্র স্মরণ করিয়ে দিয়ে প্রতিনিধি দল ক্রাউলির কাছে জানতে চেয়েছিল তিনি কি প্রত্যাশা করেন যে তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হোক? তাদের প্রশ্নের উত্তরে ক্রাউলি সরাসরি বলেন, ‘আই হোপ নট’- বর্ণমালাকে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আওয়ামী লীগের ৫ সদস্যের প্রতিনিধি দল দীর্ঘ ৪৫ মিনিট নিউইয়র্ক থেকে নির্বাচিত এবং এবং বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল এই কংগ্রেসম্যানের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে সম্প্রতি সেক্রেটারি অব স্টেট হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফর, ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক মান, তারেক জিয়ার বিচার ও তার ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার ও সাম্প্রতিক জামায়াত-বিএনপির অহেতুক হরতাল ও পুড়িয়ে মানুষ হত্যা, জ্বালাওপোড়াওসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণসহ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত হৃদ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় সভাপতি ড. সিদ্দিকুর রহমান আলোচনার সূত্রপাত করে সামগ্রিক অবস্থার একটি বিশদ বিবরণ উপস্থাপন করেন। এ ব্যাপারে তিনি কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলিকে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপের সচিত্র প্রতিবেদন হস্তান্তর করেন। যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি আকতার হোসেন ও সদস্য শাহানারা রহমানও আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে ক্রাউলি বলেন, তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা আমরা আশা করি না।

ড. সিদ্দিকুর রহমান ক্রাউলির এক প্রশ্নের জবাবে বলেন, ড. ইউনূসের প্রতি সরকারের কোন বিরূপ নীতি থাকলে প্রধানমন্ত্রী তাঁকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিতেন না। ক্রাউলিও মনে করে ড. ইউনূসের ব্যাপারটি এখন ‘ডান ডিল। ’ নিজাম চৌধুরী ক্রাউলিকে স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। যার ফলে গত সোয়া তিন বছরে বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত হতে পারেনি। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, যোসেফ ক্রাউলি বাংলাদেশে একজন জনপ্রিয় কংগ্রেসম্যান।

সহ-সভাপতি আকতার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান পৃথিবীর কোন দেশে নেই। আওয়ামী লীগ সরকার আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। শাহানারা রহমান বলেন, মিস্টার কংগ্রেসম্যান, আমি এক জন মা হিসেবে দেখতে চাই, আমাদের এদেশে জন্ম গ্রহণ করা সন্তানরা যেন তাদের পিতা-মাতার দেশ বাংলাদেশকে একটি উন্নত ও স্থিতিশীল দেশ হিসেবে দেখতে পারে এবং বাংলাদেশে আসা-যাওয়া করার সুযোগ পায়। পরিশেষে প্রতিনিধি দল ককাস চেয়ারম্যান ক্রাউলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি তা সাদরে গ্রহণ করেন। তথ্যসূত্র: জনকণ্ঠ, এনা, বর্ণমালা নিউজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.