২০১৩ শিক্ষাবর্ষে মনবুকাগাকাশো বৃত্তি ঘোষণা করেছে জাপান সরকার। ১৯৫৪ সাল থেকে জাপান সরকারের ঘোষিত এই বৃত্তিতে ১৬০ দেশের ৬৫ হাজার ছাত্রছাত্রী জাপানে পড়াশোনার সুযোগ পেয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট এবং রিসার্চ (মাস্টার্স এবং পিএইচডি) ছাড়াও কলেজ অব টেকনোলজি এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজে পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে। মানবিক, বিজ্ঞান, প্রকৌশল এবং মেডিক্যালসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রিসার্চ ছাড়া বাকি তিনটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও।
প্রার্থীকে জাপানি ভাষা শেখার ইচ্ছা থাকতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.moedu.gov.bd) অনলাইন স্কলারশিপ বাটনে ক্লিক করে নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে। এর আগে দেখে নিতে পারেন অনলাইন স্কলারশিপ ফরমে দেওয়া নির্দেশনা। ফরম পূরণ শেষে সাবমিট বাটনে ক্লিক করার পর প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনের প্রিন্ট করতে হবে। প্রিন্ট কপির সঙ্গে প্রার্থীর সব পরীক্ষার সত্যায়িত সনদ, নম্বরপত্র এবং পাসপোর্ট আকারের এক কপি ছবি সংযুক্ত করতে হবে।
কাগজপত্রসহ আবেদনপত্র 'মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী, উপসচিব, শিক্ষা মন্ত্রণালয়'_এ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটের ৯ নম্বর কাউন্টারে পেঁৗছাতে হবে। পাঠানোর শেষ সময় ১৩ মে, দুপুর ১২টা। শিক্ষা মন্ত্রণালয় যেসব প্রার্থীকে মনোনয়ন দেবে, তাঁদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞপ্তি পাবেন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
আরও বৃত্তির খবর জানতে ক্লিকান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।