তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে ককটেল হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাহবুবুল আলম (২৮) ও আকিল মাহমুদ (৩২)। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল সোমবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর বেইলিরোড ও মিরপুরের রূপনগর এলাকা থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির কাছ থেকে ককটেল হামলায় ব্যবহূত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি। ডিবির দাবি, মাহবুবুল ও আকিল জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত।
ঢাকা মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি স্বীকার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও ঢাকা মহানগর ছাত্রদলের (উত্তর) জ্যেষ্ঠ সহসভাপতি শরিফ উদ্দিনের পরিকল্পনা ও নির্দেশে তাঁরা এ কাজ করেছেন।
এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ডিবির বক্তব্য এখনো আমি জানি না। জানার পর প্রতিক্রিয়া দেব।
৯ জুন দুপুরে তথ্যমন্ত্রীর দারুস সালাম এলাকার বাসভবনে ককটেল হামলা হয়। এতে বাসার জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার বিষয়ে তখন পুলিশ জানিয়েছিল, মিরপুর সড়কের পার্শ্ববর্তী দারুস সালাম এলাকার ইস্টার্ন হাউজিং প্রকল্পের পাঁচতলা বাসভবনে দুই মোটরসাইকেল আরোহী কয়েকটি হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। সেখানে পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।