কুষ্টিয়া ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গ্রামের বাড়িতে দৃর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার গোলাপনগরে গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর গ্রামের বাড়ি গোলাপনগরে কয়েকজন পুলিশ পাহারা ছিল। রাত দুইটার দিকে কে বা কারা বাড়ির বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
তবে এতে আহত হয়নি। ওই বাড়িতে একজন তত্ত্বাবধায়ক ছাড়া কেউ থাকেন না।
কুষ্টিয়া সহকারি পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম ঘটনার জানান, ওই বাড়িতে পুলিশ পাহারা ছিল। কে বা কারা পেট্রোল বোমা ছুড়েছে। অল্পের জন্যে পুলিশ সদস্যরা বেঁচে গেছেন।
কেউ আহত হয়নি। আলামত উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুঠোফোনে জানান, এলাকায় কারো সঙ্গে আমার বিরোধ নেই। বিএনপি-জামায়াতের ছায়াতলে সারাদেশে যে সহিংসতা ও নাশকতা চলছে এটা তারই ধারাবাহিকতা এবং পরিকল্পিত ঘটনা। এদের বিচার হওয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।