তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর বাসা লক্ষ্য করে আজ সোমবার রাতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কুষ্টিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে আজ রাতে ঢাকা ফেরেন তথ্যমন্ত্রী। রাজধানীর দারুস সালাম রোড়ের বাসায় ঢোকার সময় কে বা কারা বাসা লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলগুলো বাসার দেয়ালে লাগে। এত কেউ আহত হয়নি।
দারুস সালাম থানার কর্তব্যরত কর্মকর্তাও ককটেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।