আমাদের কথা খুঁজে নিন

   

আমারে এই জিনিষ টা দিয়ে বাঁচান। মরমর সমস্যা (মানষিক কিন্তু)

টিভির চ্যানেল দেখা নিয়ে প্রাই সময় ক্যাচাল লাইগা থাকে। কিনলাম একটা টিভি কার্ড। এটাতে সমস্যা হলো পিসি চালু রাখতে হয়। তয় আরেকখান কিনলাম এক্সটারনাল গেডমি টিভি কার্ড । এটা গেছে ছেলের দখলে (ভাইরাস-ডোরেমনে তারে ধরছে)।

কিনা দিছি আর একটা মনিটর। আমি মালিক হইয়াও ভূমি দুই খানা দখলে নাই। ভাই পূর্বের ভার্সনে আমি ফিরা গেছিলাম। কিন্তু দুৎখের বিষয় নতুন করে ওএস দেওয়ার পরে ড্রাইভার সিডি খুইজা পাইতেছি না। সেভেন সেটআপ দিয়াও কাজ হইতেছে না।

এহেন সমস্যার মধ্যে আমি বিগত ১৫দিন যাবৎ ড্রাইভার খুজতে খুজতে পেরেসান। আমারে এই জিনিষ টা দিয়ে বাঁচান। টিভি ছাড়া কেমনে থাকি আপনারাই কন? নিম্নে ইমেজ দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.