প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। এক লোক আল কুরআন থেকে তার ছেলের নাম রাখলো " খিঞ্জির আলী" আহা কি সুন্দর নাম, কিন্তু ঐ লোক এই নামের প্রকৃত অর্থ জানতো না, আসলে "খিঞ্জির" অর্থ শুয়োর, আর "আলী" অর্থ বড়। তাহলে তার ছেলের নাম দাড়ালো কি ? "বড় শুয়োর" । জামায়াত হইলো এই ধরনের জানোয়ার, যারা ইসলাম তথা আরবী নিয়া লাফালাফি করে, কিন্তু তার প্রকৃত অর্থ জানেনা। উধাহরন স্বরূপ বলা যায়, যারা বুঝবেন না তারা বলবেন আহা খিঞ্জির আলী তো দারুন নাম, এটা কুরআনের আয়াত থেকে দেয়া, (যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম ঘোষিত হয়, সে আয়াতে খিঞ্জির শব্দটা আছে, মানে কুরআনে এই শব্দটা আছে) কিন্তু যারা প্রকৃত ইসলাম জানে বা প্রকৃত মুসলমান তারা ঠিক ই বুঝবেন নামের অর্থ কি। ঐ মুনাফেকের বাচ্চা (ছাগুদের জন্যে বলা) আমারে কি মুর্খ মুসলমান পাইসস যে আমারে ইসলাম নিয়া যা তা বলবি আর আমি বিশ্বাস করুম ? আমার কাছে আল কুরআন আছে, হাদিস আছে, ভাওতা বাজি দিতে হইলে অন্য কারো কাছে যা হারামী। -আবু জাঈদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।