কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড শব্দমালা বেধেছে এখনও অপরুপ সেইসব দিনগুলিকে, রাতগুলোকে সেখানে ছিলনা কোন মানিক ছিল শুধু খানিক, প্রত্যাশা: প্রহরের আলোয় অপরুপ রাত আমার হলদে সকালকে যতটা পারত না বলত, আর দিনমান চেয়ে একঠায়, আহ! আধার নিকশ কালো; সবুজ পাতা ঝরে অবুয হৃদয় ঝরে না আর রাতদিন এইসব মানা অমানা, জানা অজানা সিমানা পেরুই বলে প্রত্যাশা আশাহত রাতকে ডাকে শব্দমালায় অথচ এখন, চারপাশে রাত্রি আমার, অন্ধকার, তবুও যেখানে রাত অসহায়, যেখানে অন্ধকারের নেই নিজস্ব নিকশতা: কি দরকার বলো সেই রাত্রির, সেই বিষন্নতার ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।