জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
জানতে চায় যদি কেউ আমার কাছে
চোখের তারাতে কার বসবাস
আমি বলব-'তুমি'--তোমার কথা
তোমার নিবাস !!
রাতের জোছনায় চেয়ে দুর নীলিমায়
পাইনা ভেবে তোমায় সাজাব কোন উপমায়
প্রশ্ন কেউ যদি করে আমাকে
ভাবছো কি অমন করে ?
আমি বলব তুমি-------
তোমায় নিয়ে রচি উপন্যাস !!
আকাশের আঙ্গিনায় তাকিয়ে খানিক্ষন
ভাবনায় খুজে পাই তোমার বিশেষন
শুনতে চায় যদি কেউ আমার কাছে
কি তোমার আভাস
আমি বলব তুমি-----
অথৈ নীলে চাঁদের প্রকাশ !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।