পৃথিবীর সকল শাষক গোষ্ঠীকে বুঝাতে হবে বঞ্চীতদের দুনিয়া একটাই,তারা একই স্বরে কথা বলে।
যে পথে তোমার গন্তব্য
সেখানে আমার আগেই অবস্থান
তুমি আসবে বলে
সে পথ মাড়িয়ে
গাইছি আহ্বানের গান....
তুমি পথ ভুলে কানা গলীতে হাটছো কিনা
তুমি আসতে কতো দেরী সেটাও জানিনা
তুমি আসবেই জানি তাই
তোমায় খুজি না।
আসো তোমার গন্তব্যে
ভাঙ্গাবো মান অভিমান
যে পথে তোমার গন্তব্য
সেখানে আমার আগেই অবস্থান...........
দেখ সূর্যের আলো- চাঁদের হাসি
দেখ প্রেম কাতুরে এ আমি
তোমায় ভালোবাসি..
ঘুড়ি তুমি আসবে তখনি
যখনি পড়বে নাটাইয়ের টান
যে পথে তোমার গন্তব্য
সেখানে আমার আগেই অবস্থান.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।