জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
একাকী একেলা, হয়ে যাই উতলা
বিরহের খেলাঘরে
বেলা না অবেলা,ক্ষত করে শত জ্বালা
শুন্যতা বুক চিরে !!
নিঃসঙ্গতার প্রতিটি ক্ষণ অনন্তকাল মনে হয়
স্তব্ধ হয়ে রয় আমার ভুবন
উদাস হৃদয় কেবল আপনার সাথে কথা কয়
কারন না অকারনে জীবন ও মননে
এ কোন খেলা বারেবারে !!
নিঃশ্বাসে বহে নরম রৌদ্র সুর্য্যের অবকাশে
বিষন্ন তারা জ্বলে উঠে মনে
নীরব প্রহর থমকে থাকে শুন্যতাকে ভালবেসে
মনে হয় যেন, কোথাও কেউ নেই
শ্মশানপূরী চারিধারে !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।