"মাতাজান, আপনি ৪ কেজি আম এভাবে কেটে রোদে দিলেন। কিছু আম মাখাইয়া দিতেন। "
"কেন, বানানো শেষ হলে তো তুই সবার আগে খেয়ে শেষ করবি!!!!"
"তাহলেই হইসে। "
"কি বললি!!! যা ভাগ। খেতে হবে না!!"
"কিভাবে বানাবে শুনি?? তুমি তো 'সিদ্দিকা কবীর'স রেসিপি" বইটা খুজেই পাচ্ছো না।
"
"ক্যানও, আমি মনে হয় বানাতে জানি না। "
[৩০মিনিট পর]
"বইটা তো খুজে পাচ্ছি না। খুজে দে না। "
কিছুখন খোজার পর বইটা পেলাম না। মা এক্তু হতাশ হল।
"আমের আচার বানাবো বলে আজকে অফিস গেলাম না, আর এখন সেটাই তো হলো না। "
মাতাজান তার সকল কলিগ দের যথারীতি ফোন দিয়ে রেসিপি নোট শুরু করলো। এতো সহজে দমে যাওয়ার মহিলা নয় মা। হয়তো মা জেনে ও গেছে। বিকালে ঘুম থেকে উঠার পর দেখা যাবে আমের আচার বানানো শেষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।