আমাদের কথা খুঁজে নিন

   

আমের শহর রাজশাহীতে

আজ সকালে ঝুম বৃষ্টি মাথায় নিয়ে মহামান্য ব্লগার মিল্টন ভাইএর শ্বশুর বাড়ির এলাকা রাজশাহীর উদ্দেশ্যে রওনা হই। শুরুতেই বড় রকম ধরা খাওয়া ছিল কপালে। আমার গাড়ির টিকেট কাটা ছিল সকাল আটটায় হানিফ এন্টারপ্রাইজের ভলভো তে। সকালে বাসা থেকে যেই না বেরিয়েছি সেই বিড়াল কুকুর বৃষ্টি শুরু হইলো। কোন রিক্সাও পেলাম না, অবশেষে এক সিএনজি ড্রাইভারের চাহিদা মাফিক ভাড়া প্রদানে সম্মত হয়ে কল্যানপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু, কিন্তু কাজ যা হবার তা ততক্ষনে হয়ে গেছে, সিএনজি পেতে আধাঘন্টা সময় শেষ।

আটটা ত্রিশ মিনিটে কল্যানপুর পৌছে শুনি দশ মিনিট আগে গাড়ি ছেড়ে চলে গেছে, সিএনজি ছুটালাম গাবতলীর উদ্দেশ্যে, সেখানে গিয়েও পেলাম না আমার বাস নিরুপায় হয়ে পরের ননএসি গাড়িতে রওনা হলাম আমের শহর রাজশাহীর উদ্দেশ্যে। এসেছি একটি ট্রেনিং ফ্যাসিলিটেশনে, থাকতে হবে ১২ দিন। আগামী ২৩ তারিখ সকালে আবার ও ইট কাঠের শহর ঢাকার উদ্দেশ্যে। রাজশাহীর সব ভালো লাগলে ও গরম খুব বেশী মনে হচ্ছে। আর আমাদের একোমোডেশন যেখানে করা হয়েছে সেখানে রিক্রিয়েশনের কোন ব্যবস্থা নেই।

কাজেই ফেসবুক আর ব্লগই ভরসা। সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ঢাকায় ফেরত আসতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।