আমাদের কথা খুঁজে নিন

   

আমের দাওয়াত

ধপা ধপ আম পড়ে
চল যাই কুড়াতে,
কাঁচা পাকা যাই হোক
আছে যা বরাতে।

আগে গেলে বেশি পাবে
পরে গেলে কম,
এমন টা হবেনা ভাই
ভাগ হবে সম।

ঝড় বৃষ্টি যাই থাক
তবুও চল ভাইরে,
এমন মজার দিনের দেশ
আর কোথাও নাইরে।

এই দেশে বাস করে
বর্ষাকালে হাসে রে,
বাকি দিন ঘুম পারে
জেগে উঠে আমের দিনেরে।

দিদিরা সব,দাদারা সব
চল চল বাইরে,
হাসি,তামাশার বহু লেনদেন
আম কুড়াতে পাইরে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।