আমাদের কথা খুঁজে নিন

   

উল্টাপাল্টা

উল্টাপাল্টা সবই আমার জনম গেল সত্য খুজে পেলামনা তার ছবি। পেলামনা তার খোঁজ মিথ্যে ভরা পৃথিবী তাই সামনে ভাসে রোজ উল্টা পাল্টা সবই কত বছর পেরিয়ে গেল গেল কত অস্ত রবি সাধু সকল মহাকস্টে ভন্ড চিরসুখি মহাজ্ঞানীর দাম নাই কোন মূর্খরা অনেক দামী অর্থকস্টে জনম গেল কত মেধাবীর ভেগবিলাসীতায় অযোগ্যরা সব জঞ্জাল পৃথিবীর ভাল মানুষেরা কস্টে হেথা মন্দেরা দারুণ সুখে কত প্রেমিক ঘুরে বেড়ায় দুঃখ নিয়ে বুকে রমনীরা সব ভোগ্যপণ্য ভন্ড লোকের কাছে বিলুপ্ত প্রায় বিপন্ন তাই সকল সাধু সকাল বিকাল সাঝে উল্টাপাল্টা সব সাধুরা সব চুপটি থাকে ভন্ডেরা করে রব। দঃখ নিয়ে ভাবি অসুর গুলো যাক চুলায় শুচি হোক এই পৃথিবী মন্দ রবি অস্ত গিয়ে উঠুক মঙ্গল রবি। ছবি- নিজস্ব এলবাম।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.