ব্লগিং শুরু করলাম অনন্ত জলিল এর ইউ পম গানার ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা (?) পেয়েছে কিন্তু উনার ইংরেজি প্যাক্টিস (নাকি প্রাকটিস? ) কিন্তু থেমে নেই। উনি টিভিতে নিয়মিত ইংরেজি চর্চা চালিয়ে যাচ্ছেন! যা মুখে আসে বলেন, কোন দ্বিধায় ভোগেন না। মারাত্তক কনফিডেন্স! কনফিডেন্স লবন খায় মনে হয়। একটা প্রশ্নঃ লিসেনিং আর হিয়ারিং এর মাঝে পার্থক্য কোথায়? অনন্ত তো এ দুটার কথাই বলছে নাকি? উনি কেন আগে শুদ্ধ বাংলা শিখে না আমি বুঝি না। আর ইংরেজি না বললে কি মানুষ খ্যাত বলে? তাহলে উনার বোঝা উচিত এইভাবে ইংরেজি বললে আরো খ্যাত বলে! খেয়াল করলে দেখবেন অনন্তের বউ কিন্তু অনন্তের ইংরেজি শুনে হাসতেই থাকে তবে উনি একটা পরিবর্তন এর চেষ্টা চালাচ্ছেন সেজন্য তার ধন্যবাদ প্রাপ্য। আগের কিছু পোস্টঃ আমার দোয়েল, সরকারি ইঞ্জিনিয়ারের ব্যবহার ও কিছু অপপ্রচার! কোক স্টুডিও থেকে একটি অসাধারণ গান, না শুনলে শিওর মিস! অনন্ত জলিল আর হাসান মাসুদের এই ছবিটা দেখে হা হা প গে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।