আমার ছোট ভাইটা যখন অনেক ছোট ছিল, কথা বলা শুরু করেছে সময়মতই, কিন্তু স্পষ্ট উচ্চারণে আসতে সময় লেগেছে বেশ কয়েক বছর। বিশেষ করে কয়েকটা শব্দ কিছুতেই আয়ত্তে আসছিল না তার। যেমন- পকেট, প্যাকেট, মার্কেট। এই শব্দগুলোকে সে বলত, পটেক, প্যাটেক, মাট্টেক। আবার কিছু শব্দে নিজেই যুক্তাক্ষর বসিয়ে দিত।
'প্লেনে করে বেড়াতে যাব' এই লাইনটা সে বলত এভাবে, 'প্রেনে করে ব্রেতে যাবো'।
কলিগের মেয়ে আছে ২ বছরের। বাবা-মা দুজনেই ডাক্তার, কাজেই হাসপাতাল, রোগী এই শব্দগুলোর সাথে ভালোই পরিচিত। তাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার বাবা কোথায়? সে সাথে সাথে জবাব দেয়, আততাপালে লুগি দেকে। (হাসপাতালে রুগী দেখে)।
ভাগ্নে বড় হয়েছে, কিন্তু কিছু শব্দ কেন জানি এখনও উল্টাপাল্টা বলে। 'টুথপেস্ট' কে বলে 'টুসপিট', 'নেটওয়ার্ক' কে বলে 'নেকওয়ার্ট'। আমরা ঠিক করিয়ে দিতে গেলে উল্টা আমাদেরকেই শিখিয়ে দেয়, এটা হচ্ছে নেক-ওয়ার্ট। মোবাইলের নেটওয়ার্ক নিয়ে এভাবে বলে। আবার কার্টুন নেটওয়ার্ক ঠিক মতই বলতে পারে।
'লারা' কে বলে 'রালা'। আমরা লারা বললে আমাদের উচ্চারণ ঠিক করিয়ে দেয়, "রা"-"লা"। আমাদের ভুল উচ্চারণ নিয়ে সে বড়ই চিন্তিত।
ওর একটা লাইনতো এতই জনপ্রিয় হয়েছে বাসায় যে সবাই ওর মত করেই বলে, "কোন অসুবিধা নাই" এই লাইনটা ভাগ্নের ভাষায় হল, "কোন আবিসিদা নাই"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।