আমাদের কথা খুঁজে নিন

   

~উল্টাপাল্টা ছড়াক্যাচার~ [উৎসর্গ:- কাদের সিদ্দীকি]

তুমি আমার জল-স্থলের মাদুর থেকে নামো.....তুমি বাংলা ছাড়ো !!! আকাশেতে বসে আছে- রুইমাছ নীল। বাঘগুলো জুড়ে আছে- নদী,খাল,বিল। মাঠে কাজ করে দেখ- সুদে ব্যবসায়ী। আমেনার দোষে হল- মোমেনা দায়ী। বায়োলজি বই জুড়ে- অ্যালজেব্রা ঠাসা।

পশু-পাখি বলে যায়- মানুষের ভাষা। চাঁদের পাহাড় জুড়ে- বুড়ি এক বসা। সিংহেরা পিকনিকে- কিনে আনে শসা। গীতাঞ্জলী-র প্রেমে পড়ে- স্টিফেন হকিং। গুরুজী'রা ডিজে দেয়- ইয়ো ম্যান রকিং।

আজ শুনি এ ভাল- কাল শুনি ও। কেউ জিজ্ঞাসিলে বলি- আই ডোন্ট নো। [আজ পর্যন্ত জানতে পারলাম না দেশের স্বাধীণতার ঘোষক কে। আমাদের এই দেশে সরকারের সাথে ইতিহাস বদলায়-বদলায় সমাজব্যবস্থা। এখন আবার কাদের সিদ্দীকি'র মত প্রথিতযশা মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধীদের হয়ে কথা বলে।

আজব এই দেশ....আজব আমরা সবাই। ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.