আমারদেশের প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করে দেখা যায়- রেশমা আসলে গার্মেন্টসে ফাতেমা নামে পরিচিত ছিল। ফাতেমা নামের একজন শ্রমিক ভবন ধ্বসের দিন এনাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিল। তাই আমারদেশ দাবি করেছে- রেশমা ওরফে ফাতেমা আসলে প্রথমদিনই বের হয়ে এসেছিল। কিন্তু ফাতেমা নামের কতজন শ্রমিক আছে ্তার কি কোন হিসেব আছে!!
তাই নামে নামে মিলে গেলেই দাবি করা যায়না রেশমা প্রথম দিনই উদ্ধার পেয়ে ছিল ও ১৭ দিন পরে উদ্ধারের গল্পটি সাজানো নাটক।
আমারদেশের অনুসন্ধান প্রক্রিয়া ছিল দূর্বল।
যেভাবে অনুসন্ধান চালানো হল তাতে কোনভাবেই নিশ্চিত হওয়া যায় না যে রেশমার উদ্ধারের ঘটনাটি একটি নাটক ছিল।
হয়তো রেশমার ঘটনাটি সম্পূর্ণ নাটক। কিন্তু তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করতে না পারলে 'নাটক' বলে দাবি করাটা উচিত হবেনা। কেননা রেশমা ইস্যুতে মানুষের আবেগজড়িত।
আমারদেশের প্রতিবেদনটির দুর্বলতা নিয়ে এমন অসংখ্য প্রশ্ন তুলেছেন অনেকেই।
অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের উত্তর দিতে ব্যর্থ হয়েছে প্রতিবেদনটি। যেমনঃ প্রথম দিন উদ্ধার হলে রেশমা কোথায় লুকিয়ে ছিল? কে রেশমাকে লুকিয়ে রেখেছিল? । এই রকম আরো অনেক প্রশ্নের উত্তর দেয়নি আমার দেশের প্রতিবেদনটি।
তাই, রানা প্লাজা ধ্বসের ১৭ দিন পর রেশমাকে উদ্ধারের ঘটনাকে অনেকেই নাটক বলেছেন। আবার, রেশমার উদ্ধারকে নিয়ে দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদনকেও অনেকে বলেছেন সাজানো গল্প।
তাই সমস্যার সমাধান এখনও হয়নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।