মন কি যে চায়...... টানা ১৭ দিন ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকার পর উদ্ধার হলেন রেশমা। এ থেকে বোঝা যায় যে আসলেই স্রষ্টা বলে কিছু আছে। হয়ত অনেকে বলবেন যে রেশমা তো আর না খেয়ে বেচে ছিল না, সে অন্তত কিছু খেয়ে বেচে ছিল। আপনাদেরকেই বলি, আপনাকে যদি আপনার রুমেই ১৭ দিন আটকে রাখা হয় এবং আপনার জন্য পর্যাপ্ত খাবার দেয়া হপয় তাহলেও আপনি কি থাকতে পারবেন। হয়ত আপনি তর্কের খাতিরে বলবেন অবশ্যই পারব। কিন্তু ভাল করে একবার ভেবে দেখুন তো। চিন্তা করুন রেশমার কথা, সে হয় কিছুটা খাবার পেয়েছে… সেটাও সৃষ্টিকর্তার মহিমা প্রকাশ করে না… সত্যি কথা কি স্রষ্টা যে আছেন তার অনেক প্রমাণই আছে। এর চেয়ে বেশি দরকার বিশ্বাস…… সে জন্যই একটি প্রবাদ আছে, “বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর…… তাই তাদেরকেই বলছি বিশ্বাস করতে শিখুন……
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।