সাভারে ভবন ধসের সপ্তদশ দিনে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পাওয়া পোশাক শ্রমিক রেশমার সঙ্গে টেলিফোনে কথা বলে তার পাশে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল ৪টা ২৬ মিনিটে রেশমাকে কংক্রিটের স্তূপ থেকে উদ্ধার করার পরপরই সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, মেয়েটি ‘মোটামুটি অক্ষত’ আছেন।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট একটি সূত্র জানায়, রেশমাকে উদ্ধারের খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী উদ্ধারকারী দলের মাধ্যমে টেলিফোনে মেয়েটির সঙ্গে কথা বলেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রেশমাকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের সিএমএইচে যাচ্ছে বলেও তার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
গত ২৪ এপ্রিল সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নয় তলা রানা প্লাজা ধসে পড়ে।
ভয়াবহ ওই ঘটনার পর প্রধানমন্ত্রী সাভারের উদ্ধার অভিযান পরিদর্শন করেন এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমএইচে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা কলে তাদের সহায়তার আশ্বাস দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।