আমাদের কথা খুঁজে নিন

   

আফগানিস্তানে পরিস্থিতি সঙ্কটজনক



আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল বাতিল বলে স্বীকৃত হতে পারে, যদি দাবি ও অভিযোগ সংক্রান্ত স্বাধীন কমিশন তার কাছে আসা গুরুতর নিয়ম লঙ্ঘন ও কারসাজির ঘটনায় যথাযথ প্রতিক্রিয়া না দেখায়. এ সম্বন্ধে একসঙ্গে বলেছেন বিগত নির্বাচনে রাষ্ট্রনেতার কয়েকজন পদপ্রার্থী. তাঁরা রাষ্ট্রীয় আমলাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দেশের দক্ষিণাঞ্চলে ভোটদানের গতিতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করার, যে অঞ্চল বর্তমান রাষ্ট্রপতি হামিদ কার্জাই-এর নির্বাচকদের রক্ষিত ঘাঁটি বলে বিবেচনা করা হয়. বিশেষ করে, নিশ্চয়োক্তি করা হচ্ছে যে, এ নিয়ম লঙ্ঘন ভোটদানের চূড়ান্ত ফলাফলের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে. নির্বাচনের পরে আফগানিস্তানে গড়ে ওঠা পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করে বিশেষজ্ঞ প্রাচ্যতত্ত্ববিদ বরিস দলগোভ বলেনঃ “নির্বাচনের পরে আফগানিস্তানে গড়ে ওঠা পরিস্থিতি সম্পর্কে বলার সময় মনে রাখা দরকার যে, এখানে বিদ্যমান ছিল ক্ষমতাসম্পন্ন দল, নির্দিষ্ট পর্যায়ে যার একক লক্ষ্য ছিল এবং সুসংবদ্ধ হয়েছিল তালিবদের বিরুদ্ধে সংগ্রামের জন্য, দেশে নির্দিষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধনের জন্য. তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে, এ দলে ক্ষমতার জন্য সংগ্রাম চলছে. আমি সর্বপ্রথমে বলতে চাই রাষ্ট্রপতি পদের দ্বিতীয় প্রার্থী প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী সম্পর্কে. তিনি জনসাধারণের একাংশের সমর্থন পাচ্ছেন, যারা আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতিতে সন্তুষ্ট নয়. অসন্তোষের কারণও জানা আছেঃ শাসন ক্ষমতায় দুর্নীতিপরায়ণতা, দেশে অস্থিতিশীলতা, আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা. বর্তমান রাষ্ট্রপতি হামিদ কার্জাই-এর বিপক্ষবাদীরা, আমার মতে, এ পরিস্থিতি ব্যবহার করছে. তার অর্থ, এ হল ক্ষমতাসীন দলের ভেতরে ক্ষমতার জন্য সংগ্রাম. স্বভাবতই, তা পূর্বাভাষাতীত পরিণতি নিয়ে আসতে পারে, সেই সঙ্গে গৃহযুদ্ধও. অন্ততপক্ষে, আফগানিস্তানে পরিস্থিতি এখন বিস্ফোরণোন্মুখ, এবং তার অবনতি ঘটতে পারে”. এদিকে কার্জাই-এর প্রতিপক্ষ আব্দুল্লা আব্দুল্লার পক্ষসমর্থকরা জানাচ্ছে যে, পশ্চিমী কূটনীতিজ্ঞরা তাঁর উপর ভীষণ চাপ দিচ্ছে, যাতে তিনি হামিদ কার্জাই-এ বিজয় স্বীকার করেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় রাউন্ড পরিচালনার জন্য জোর না করেন. অন্যথায়, তারা সতর্ক করে দেয় যে, আফগানিস্তানে পরিস্থিতি তীব্র হয়ে উঠবে, সেই সঙ্গে উত্তর ও দক্ষিণের মাঝে খোলাখুলি বিরোধিতাও http://www.ruvr.ru

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.